আজকাল ওয়েবডেস্ক: মালদহ জেলা থেকে কার্নিভাল দেখে ট্রেনে করে বাড়ি ফেরার সময় সেখান থেকে পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে মালদহ জেলার খালতিপুর স্টেশনের কাছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম কুলদীপ মণ্ডল (২৩)। তিনি মালদহ ইংলিশ বাজার পুরসভা আয়োজিত শীতকালীন 'কার্নিভাল' দেখে বাড়ি ফিরছিলেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা তাঁর পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিচ্ছি।"
কুলদীপ ফরাক্কা ব্লকের বেওয়া -২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি পদে ছিলেন। তাঁর বাড়ি ফরাক্কার রামনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার কয়েকজন বন্ধুর সঙ্গে কুলদীপ মালদহ জেলায় গিয়েছিলেন মালদহ টাউনে ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা কার্নিভাল দেখতে। সেই অনুষ্ঠান দেখে মধ্যরাতে কুলদীপ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে ফরাক্কায় বাড়ি ফিরছিলেন।
সূত্রের খবর, ট্রেনটি যখন খালতিপুর স্টেশনে ঢোকার মুখে ছিল, সেই সময় অসাবধানতাবশত কুলদীপ চলন্ত ট্রেন থেকে লাইনের উপর পড়ে যান। এর ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মালদহ টাউন জিআরপি গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ফরাক্কা ব্লক আইএনটিটিইউসি সভাপতি অরুণময় দাস বলেন, "কুলদীপ অত্যন্ত ভাল ছেলে ছিল। আমাদের দলের সক্রিয় কর্মী হিসেবে তাঁকে সবসময় পাশে পেয়েছি।" তিনি বলেন, "কয়েক বছর আগে কুলদীপের মায়ের মৃত্যু হয়েছে। ওঁর বাবা কিছুটা মানসিক ভারসাম্যহীন। গতকাল ওঁর আমাদের দলেরই এক কর্মীর সঙ্গে ঝাড়খণ্ডে একটি কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু কুলদীপ মালদহ জেলায় কার্নিভাল দেখতে যাবেন বলে, আমাদের দলের সেই কর্মীকে ঝাড়খণ্ডে যাবেন না বলে জানিয়ে দেন। মঙ্গলবার সকালে আমরা জানতে পারি ট্রেনে করে বাড়ি ফেরার সময় অসাবধানতাবশত সেখান থেকে পড়ে গিয়ে কুলদীপের মৃত্যু হয়েছে। এই মৃত্যু আমাদের দলের পক্ষে এক বড় ক্ষতি।"
ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "কুলদীপ একদিকে যেমন ছাত্র পরিষদের পদে ছিলেন তেমনই তৃণমূল কংগ্রেসেরও সক্রিয় কর্মী ছিলেন। গতকাল বন্ধুদের সঙ্গে মালদহ জেলায় কার্নিভাল দেখতে গিয়েছিলেন। রাত দু'টোর সময় যখন ফিরে আসছিলেন সেই সময় হঠাৎ করেই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমি খবর পেয়েছি।" বিধায়ক বলেন, "কুলদীপের বন্ধুরা তাঁকে দেখতে না পেয়ে চেন টেনে ট্রেন থামিয়ে দেখতে পান লাইনের পাশে তাঁর দেহ পড়ে রয়েছে। এটি দুর্ঘটনাজনিত মৃত্যু না এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা পুলিশকে তদন্ত করে দেখতে অনুরোধ করব। কুলদীপের মৃত্যুতে আমাদের দলের অপূরণীয় ক্ষতি হল।"
