নিজস্ব সংবাদদাতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে হইচই-এ আসছে 'পরিণীতা'। প্রকাশ্যে সিরিজের টিজার।
গৌরব চক্রবর্তী এই সিরিজের ঝলক নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে গৌরব লেখেন, 'বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাস অবলম্বনে হইচই বেস্ট অব বেঙ্গলের দ্বিতীয় নিবেদন - প্রেম, পরিত্যাগ ও পরিণয়ের এক চিরন্তন কাহিনি, পরিণীতা।'

টিজারে 'শেখর'-এর চরিত্রে দেখা গেল গৌরবকে। অন্যদিকে ললিতা হিসেবে ধরা দিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। দু'জনকে একেবারে ভিন্ন রূপে দর্শকের সামনে হাজির করল 'পরিনীতা'। সিরিজটির পরিচালনা করেছেন অদিতি রায়।

১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে এই সিরিজ। স্বাধীনতা সংগ্রামের ঝলক থেকে পুরোনো কলকাতার ঝলক উঠে এল টিজারে। বাদ গেল এক ঝলক 'গিরীশ'-এর লুক। এই আসন্ন সিরিজের ঝলক প্রকাশ্যে আসতেই দর্শক মহলে কৌতুহল বেড়েছে। গৌরব আর দেবচন্দ্রিমার রসায়ন দেখতে উৎসুক তাঁদের অনুরাগীরা।