আজকাল ওয়েবডেস্ক : ভারতের সেনাবাহিনীতে ১ লক্ষ অগ্নিবীর নিয়োগ নিয়ে মত দিলেন এক সেনা কর্তা। করা হবে। রবিবার এমনটাই জানিয়ে দিলেন সেনার এক কর্তা। লেফটনেন্ট জেনারেল চান্নিরা বানসি পোনাপ্পা বলেন, অগ্নিবীর নিয়ে বিরোধী শিবির বহুদিন থেকে নানান সমালোচনা করে আসছে। কিন্ত এটা জানিয়ে দেওয়া ভাল এবার ১ লক্ষ অগ্নিবীর রয়েছে।


তারা সমস্ত সুযোগ সেনার মত পাবেন। তাঁদের কাজ যথেষ্ট ভাল। এরফলে অগ্নিবীর নিয়ে সব সব জল্পনার অবসান হবে। ২০২২ সালে ভারতের সেনায় এই প্রকল্প চালু হয়। তবে অল্প সময়ের এই নিয়োগ নিয়ে নানান দিক থেকে নিন্দার মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। তার প্রভাব পড়ে লোকসভা ভোটে। আগামী দিনে আরও অগ্নিবীর নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন এই সেনাকর্তা।