আজকাল ওয়েবডেস্ক: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তাঁর দৈনন্দিন কাজে মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন না, শনিবার তিনি নিজেই এ কথা জানিয়েছেন। 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ডোভাল তরুণ অংশগ্রহণকারীদের উদ্দেশে এ কথা বলেন। ভারত মণ্ডপমে একটি প্রশ্নোত্তর পর্বে প্রাক্তন দুঁদে গোয়েন্দা ডোভালকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার এড়িয়ে চলেন - এই কথাটি কি সত্যি।
জবাবে অজিত ডোভাল নিশ্চিত করে বলেন, "এটা সত্যি যে আমি ইন্টারনেট ব্যবহার করি না।" তিনি আরও বলেন, "আমি ফোনও ব্যবহার করি না, তবে পারিবারিক বিষয় বা অন্য দেশের মানুষের সঙ্গে কথা বলার জন্য প্রয়োজন হলে ব্যবহার করি। আমি এভাবেই আমার কাজ সামলাই। যোগাযোগের আরও অনেক মাধ্যম আছে, এবং কিছু অতিরিক্ত পদ্ধতিরও ব্যবস্থা করতে হয়, যা সম্পর্কে সাধারণ মানুষ অবগত নয়।"
অজিত ডোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এই পদে অধিষ্ঠিত পঞ্চম ব্যক্তি। কেরল ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসার হিসেবে তিনি কয়েক দশক ধরে গোয়েন্দা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সন্ত্রাস দমনমূলক ভূমিকায় কাজ করেছেন।
১৯৪৫ সালে উত্তরাখণ্ডে জন্মগ্রহণকারী ডোভাল ১৯৬৮ সালে আইপিএস-এ যোগদান করেন। তিনি সাহসিকতার জন্য 'কীর্তি চক্র' পুরস্কার প্রাপ্ত সর্বকনিষ্ঠ পুলিশ আধিকারিক। কর্মজীবনে ডোভাল মিজোরাম, পাঞ্জাব এবং উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহ দমনে ব্যাপকভাবে কাজ করেছেন।
২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক এবং ২০১৯ সালের বালাকোট বিমান হামলা-সহ প্রধান জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তগুলিতে অজিত ডোভাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ডোকলাম অচলাবস্থা পরিচালনা এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি নির্ধারণেও জড়িত।
১৯৯৯ সালে কান্দাহারে আইসি-৮১৪ বিমান ছিনতাই সংকটের সময় অজিত ডোভাল আলোচকদের একজন ছিলেন। ১৯৭১ থেকে ১৯৯৯ সালের মধ্যে তিনি একাধিক বিমান ছিনতাইয়ের ঘটনা সামলেছেন। তিনি পাকিস্তানে ছদ্মবেশে বেশ কয়েক বছর কাজ করেছেন।
গত বছর সরকারের ফ্যাক্ট-চেকিং সংস্থা ডোভালের নামে প্রচারিত একটি ভুয়ো ফেসবুক পোস্ট ফাঁস করে, যেখানে নাগরিকদের পাকিস্তান থেকে আসন্ন সাইবার হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছিল। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) স্পষ্ট করে জানায় যে, অজিত ডোভালের কোনও অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং তাঁর নাম ও ছবি-সহ প্রচারিত পোস্টটি সম্পূর্ণ ভুয়ো।
