আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানায় নাবালিকা হকি খেলোয়াড়কে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ উঠল কোচের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানায়।

জানা গিয়েছে, ওই নাবালিকা ক্রীড়াবিদকে ধর্ষণ করার পর পরবর্তীকালে ওই খেলোয়াড় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই খবর প্রকাশ্যে আসতেই গ্রেপ্তার করা হয় কোচকে। ঘটনাটি হরিয়ানার রেওয়ারি জেলার একটি গ্রামের।

হকি খেলোয়াড় এবং দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী শুক্রবার খোল থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ। ওই নাবালিকার অভিযোগ, পড়াশোনার পাশাপাশি সে হকিও খেলত।

গত তিন বছর ধরে অভিযুক্ত ওই জুনিয়র কোচের কাছে নিয়মিত অনুশীলনে যেত। অভিযোগে ওই নাবালিকা জানায়, প্রায় চার মাস আগে হকি অনুশীলনের সময় স্টেডিয়ামের একটি বাথরুমে তাকে ধর্ষণ করে কোচ।

ঘটনা প্রথমে ধামাচাপা দেওয়ার হুমকি দিলেও পরবর্তীকালে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ওই নাবালিকা আরও জানিয়েছে, গত ৫ জানুয়ারি তার গর্ভপাত হয়।

পরবর্তীকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা নাবালিকাকে হাসপাতালে ভর্তি করান। রেওয়ারি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ওই কোচের বিরুদ্ধে।

রেওয়ারি পুলিশের এক মুখপাত্র শনিবার বলেন, ‘অভিযুক্ত জুনিয়র কোচকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শহরের আদালতে পেশ করা হয়েছে।

আদালতের তরফে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরও বিস্তারিত জানতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে।’