আজকাল ওয়েবডেস্ক:‌ অলিম্পিকে অংশ নিতে প্যারিস পৌঁছে গেলেন হরমনপ্রীত সিংরা। ভারতীয় সময় শনিবার সন্ধেয় ভারতীয় হকি দল প্যারিস পৌঁছয়। এক্স হ্যান্ডলে এই খবর জানায় হকি ইন্ডিয়া। ১৯৮০ সালে অলিম্পিক হকিতে ভারত শেষবার সোনা জিতেছিল। তারপর থেকে শুধুই হতাশা। যদিও টোকিওতে দল ব্রোঞ্জ পেয়েছিল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মণ্ডব্য এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‌ভারতীয় হকি দল প্যারিস পৌঁছে গেল। অলিম্পিক ভিলেজে পৌঁছে গেছেন প্লেয়াররা। সবাই পাশে থাকুন। আমাদের বিশ্বাস এই দলটাই পারবে পদক আনতে।’‌ 


ভারতীয় হকি দল পুল বি তে রয়েছে। ২৭ জুলাই তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২৯ জুলাই খেলা আর্জেন্টিনার সঙ্গে। ৩০ জুলাই ও ১ আগস্ট ভারত খেলবে যথাক্রমে আয়ারল্যান্ড ও বেলজিয়ামের সঙ্গে। ২ আগস্ট ভারতের খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে। গ্রুপের সেরা চার দল যাবে নকআউটে। 


প্রসঙ্গত অলিম্পিক হকিতে ভারত একসময় ছিল অনবদ্য। আটটি সোনা, একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ তারা পেয়েছে। কিন্তু শেষ সোনা সেই ১৯৮০ সালে। গত বার ভারত সাতটি পদক পেয়েছিল। তার মধ্যে একটি সোনা। এবার দেখার হকিতে আরও একটি সোনা আসে কিনা। এদিকে, অলিম্পিক শুরু হচ্ছে ২৬ জুলাই। শেষ হবে ১১ আগস্ট।