আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের গোন্ডায় রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ শেষ। বৃহস্পতিবার চন্ডীগড়-ডিব্রুগড় ট্রেন দুর্ঘটনায় ৪ জন যাত্রীর মৃত্যু ঘটে। আহতের সংখ্যা ৩০। শুক্রবার একটি স্পেশাল ট্রেন ৬০০ জন যাত্রীকে নিয়ে অসম থেকে ছাড়ে।

রেল দুর্ঘটনার পর থেকে দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। মেডিক্যাল টিম এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয়। খারাপ আবহাওয়া থাকার পরও উদ্ধারকাজে বাধা হয়নি। ট্রেনের চালক জানিয়েছে দুর্ঘটনার আগে একটি বিস্ফোরণের শব্দ সে শুনতে পায়। তার সেই বয়ানের উপর ভিত্তি করে শুরু করেছে তদন্ত। কেন্দ্র সরকার ইতিমধ্যেই মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের আড়াই লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। কম আহতদের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

দুর্ঘটনার তদন্তে ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। রেল দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস শিবির। রেলের সুরক্ষা পরিকাঠামো যে একেবারে ভেঙে পড়েছে তা নিয়ে সরব হয় হাত শিবির। দুর্ঘটনার পর যাত্রীরা আপতকালীন জানলা দিয়ে বাইরে চলে আসেন। বড় দুর্ঘটনা না হলেও এই ঘটনা ফের একবার রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল।