আজকাল ওয়েবডেস্ক : ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির গণ ভাইফোঁটা মিলনোৎসবের আয়োজন করা হয়। এদিন ১০০ জন ভাইহীন বোন এবং ১০০ জন বোনহীন ভাইকে নিয়ে মিলিতভাবে এই ফোঁটার আয়োজন করা হয়। দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্মথপুর প্রণব মন্দিরে এই আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে ফল-মিষ্টির পাশাপাশি সামান্য উপহারের ব্যবস্থা ছিল। এমন একটি অনুষ্ঠানের জন্য খুশি এলাকাবাসী। মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীরাও এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া সংঘের উত্তর ২৪ পরগণার ন্যাজাট থানার অন্তর্গত কানমারী প্রণবানন্দ বিদ্যামন্দিরেই এমনই একটি গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। এলাকার মানুষের পাশাপাশি স্থানীয় বিদ্যালয়ের অভিভাবক-অভিভাবিকারাও অংশ নেন।