মিল্টন সেন, হুগলি, ২৩ ডিসেম্বর: কখনওই ধর্ম নিয়ে রাজনীতি নয়। এই প্রসঙ্গে সহমত প্রকাশ করেছেন শাসক বিরোধী দুই দলের প্রতিনিধিরাই। মঙ্গলবার পূর্ত এবং পিএইচই দপ্তরের বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা হুগলিতে ইমামবাড়া ও ইমামবাড়া জেলা হাসপাতাল পরিদর্শন করেন। স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন রাজ্য বিধানসভার সাত জন বিধায়ক। মঙ্গলবার এই দল হাওড়ায় পিএইচই প্রকল্পের কাজ ঘুরে দেখেছেন।
হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত এই কমিটির চেয়ারম্যান। সোমবার চেয়ারম্যান তপন দাশগুপ্তর বিধানসভা এলাকার কয়েকটি পিএইচই প্রকল্প এবং রাস্তার কাজ ঘুরে দেখেন কমিটির সদস্যরা। সঙ্গে চুঁচুড়া বিধানসভা এলাকায় অবস্থিত ইমামবাড়া স্থাপত্য পরিদর্শন করেন। দানবীর হাজি মহম্মদ মহসীনের অর্থে তৈরি এই স্থাপত্য।
সম্প্রতি রাজ্য হেরিটেজ কমিশনের টাকায় স্থাপত্য সংস্কারের কাজ শুরু হয়েছে। স্থাপত্যটি রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য হেরিটেজ কমিশনকে ২১ কোটি টাকার বিস্তারিত প্রকল্প রিপোর্ট পাঠানো হয়েছিল। ধাপে ধাপে সেই অর্থের অনুমোদন মিলছে। সেই মতো সংস্কারের কাজ চলছে। হুগলি ইমামবাড়া জেলা হাসপাতালে পূর্ত দপ্তরের তরফে একটি ছয়তলা ভবন তৈরির কাজ শুরু হয়েছে। সেই ভবনের কাজও ঘুরে দেখেন কমিটির সদস্যরা।
মঙ্গলবার স্ট্যান্ডিং কমিটিতে সদস্য কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা, মন্দির বাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদাররা বলেন, রাজনৈতিকভাবে তাঁরা ভিন্নমত পোষণ করেন। তবে সরকারের উন্নয়নের কাজের প্রসঙ্গ নিয়ে তাঁদের মধ্যে কোনও বিরোধ নেই। হাজি মোহাম্মদ মহসিন দু’শো বছর আগে যা করে গেছেন, তার ভাবনা ছিল মানবিক। তিনি কোনও নির্দিষ্ট ধর্মের কথা ভাবেননি। কলেজ হাসপাতাল সবই হয়েছে মহসীনের দানে। বাবরি মসজিদ শিলান্যাস জাকির হোসেনের মন্দির তৈরির ঘোষণা, বর্তমান সময়ে মন্দির মসজিদ ধর্ম নিয়ে রাজনীতি চলছে। সে প্রসঙ্গে তাঁরা বলেন, ধর্মকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়। রাজনীতির সঙ্গে ধর্ম মেশালে সেটা ভুল কাজ হবে।
ছবি: পার্থ রাহা
