আজকাল ওয়েবডেস্ক:  মোবাইল আসক্তি থেকে শিশুদের দূরে রাখতে খেলাধুলার কোনও বিকল্প নেই—এই বার্তাই উঠে এল পূর্ব মেদিনীপুরের কাঁথির কন্টাই পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ থেকে। বাবা-মা ও অভিভাবকদের উদ্দেশে শিশুদের মাঠমুখী করার আহ্বান জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ দাস। তিনি বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, ছাত্রছাত্রীদের পঠন-পাঠন ও মানসিক বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু বর্তমান সময়ে নানা কারণে পড়ুয়ারা খেলাধুলার প্রতি আগ্রহ হারাচ্ছে। 


একই সঙ্গে বিভিন্নভাবে মাঠ দখল ও পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে বহু খেলার মাঠ। সেই প্রেক্ষিতেই কন্টাই পাবলিক স্কুল কাঁথি মহকুমার সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কন্টাই পাবলিক স্কুলের- স্কুল মাঠে এসে খেলাধুলার আহ্বান জানাচ্ছে। এই বিদ্যালয়ের উদ্যোগে আধুনিক মানের খেলার মাঠ তৈরি করা হয়েছে। ফুটবল, ভলিবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে এই মাঠ। পাশাপাশি সব ধরনের খেলাধুলার জন্য আলাদা জায়গাও রাখা হয়েছে।


প্রধান শিক্ষক আরও জানান, শনিবার পতাকা উত্তোলন ও মেয়েদের মশাল দৌড়ের মাধ্যমে দুদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। এবছর বিশ্বকাপ জয়ের কৃতিত্ব মেয়েদের উৎসর্গ করতেই মেয়েদের হাতেই মশাল তুলে দেওয়া হয়।


বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থসখা পাত্র জানান, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী এই দুদিনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ৫০ মিটার, ১০০ মিটার দৌড় সহ নানা ইভেন্টে অংশ নিয়ে প্রায় চারশোরও বেশি ছাত্রছাত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে পুরস্কৃত হয়।এই ক্রীড়া প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের বাবা-মা, অভিভাবক এবং বহু ক্রীড়াপ্রেমী মানুষ।