আজকাল ওয়েবডেস্ক: সেমিফাইনাল ম্যাচে নাশকতার ছক ওয়াংখেড়ে স্টেডিয়ামে! মুম্বই পুলিশ ইতিমধ্যেই ওয়াংখেড়ের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। জানা গেছে এক্স হ্যান্ডলে হুমকির খবর পেয়েছে মুম্বই পুলিশ। এক আধিকারিক জানিয়েছেন, ‘এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুম্বই পুলিশকে ট্যাগ করে একটা পোস্ট করেছে। সেখানে বন্দুক, গ্রেনেড ও বুলেটের ছবি দেওয়া আছে। সঙ্গে লেখা সেমিফাইনাল ম্যাচ চলাকালীন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।’ এই হুমকির পরেই স্টেডিয়াম চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে। আশপাশের এলাকাতেও নজরদারি বাড়িয়েছে মুম্বই পুলিশ। কোনও ব্যক্তির উপর সন্দেহ হলেই তাঁকে জেরা করা হচ্ছে।
