আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত সাহারা গ্রুপের মালিক সুব্রত রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জানা গিয়েছে, বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় ১২ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভর্তি ছিলেন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যা থেকেই মৃত্যু হয়েছে সুব্রত রায়ের। কোম্পানির কর্ণধারের প্রয়াণে বিবৃতি দিয়েছে সাহারা গ্রুপ। জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন সুব্রত রায়।

পাশাপশি বয়সজনিত কারণে আরও দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। সুব্রত রায়ের অধীনে দেশের অন্যতম নামকরা কোম্পানি ছিল সাহারা। রিয়েল এস্টেট, মিডিয়া-সহ একাধিক ক্ষেত্রে ছিল সাহারার আধিপত্য। দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল সাহারা। আইপিএলে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ারও স্পনসর ছিল সাহারা। নিজের শেষ আইপিএল ম্যাচ সেই জার্সিতেই খেলেছিলেন সৌরভ গাঙ্গুলি। দেশের শিল্পপতিদের তালিকায় একসময় ওপরের দিকে ছিল সুব্রত রায়ের নাম। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্প মহল।