আজকাল ওয়েবডেস্ক: দেশের রাজধানীতেই ভয়াবহ ঘটনা। হাসপাতালে ঢুকে, রোগীকে খুঁজে বের করে পরপর তিন চার রাউন্ড গুলি চালিয়ে খুন করল বছর ১৮ এর যুবক। খাস দিল্লিতে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। 

ঠিক কী ঘটেছে? পুলিশ জানিয়েছে, ৩২ বছরের এক রোগী ভর্তি ছিলেন দিল্লির গুরু তেজ বাহাদুর হাসপাতালে। ওই রোগীর নাম রিয়াজউদ্দিন। ২৩ জুন থেকে পাকস্থলীর সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আচমকা রবিবার বিকেল ৪টা নাগাদ তাঁকে গুলি করে খুন করা হয়।

পুলিশ জানিয়েছে, খজুরি খাসের বাসিন্দা রিয়াজউদ্দিন হাসপাতালের চারতলার এক শয্যায় গত কয়েকদিন ধরে ভর্তি। আচমকা অজ্ঞাত পরিচয় এক যুবক হাসপাতালে ঢুকে, তাঁকে খুঁজে গুলি চালায়। ওই যুবকের পরিচয় জানা যায়নি এখনও। তবে ৩-৪ রাউন্ড গুলি চালিয়েছিল বলে জানা গিয়েছে।

 তবে কী কারণে এই চরম পদক্ষেপ নিয়েছে যুবক, তা জানা যায়নি এখনও। স্বাভাবিক ভাবেই দিল্লির হাসপাতালের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য রোগীদের মধ্যে।