আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকাল থেকে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল ৯টা নাগাদ মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে হাজির হয় সিবিআই-এর একটি দল। সূত্রের খবর,পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এই তল্লাশি। চেতলায় ফিরহাদের বাড়িতে তল্লাশির সঙ্গেই তল্লাশি চলে তৃণমূল নেতা, বিধায়ক মদন মিত্রের বাড়িতে। শেষ পাওয়া খবর অনুযায়ী, কিছুক্ষণ আগেই ভবানীপুরের মদন মিত্রর বাড়ি থেকে তল্লাশি শেষ করে বেড়িয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তবে চেতলায় এখনও চলছে তদন্ত। ইতিমধ্যেই এই প্রসঙ্গে সামাজিক যোগযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী। সেখানে তিনি লিখেছেন, 'আমরা আগেও বলেছি, আবার বলব, আমরা কোনও প্রকার তল্লাশি অভিযান কিংবা তদন্তে ভয় পাই না। আমাদের লুকনোর কিছু নেই।' তারপরেই প্রশ্ন তুলছেন তিনি। তিনি লিখেছেন, সামাজিক ভাবে অপমান, অনৈতিক ভাবে মানুষকে হেনস্থা করার অর্থ কী? এই যে সামাজিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে তাঁর পরিবার, তার দায় কে নেবে? যখন কিছু খুঁজে পাওয়া যাবে না, তার দায় কে নেবে? তাও জানতে চেয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন মিডিয়া ট্রায়াল নিয়েও।