আজকাল ওয়েবডেস্ক : অসমের ডুমডুমা থেকে সরিয়ে দেওয়া হল জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছে ছাত্র নেতারা। তৈরি হয়েছে বিতর্ক। দুদিন আগে সাড়ে পাঁচ ফুটের এই মূর্তিটি সরিয়ে দেওয়া হয়। এটি তিনসুকিয়া জেলার গান্ধী চক থেকে এই মূর্তিটি সরিয়ে ফেলা হয়।

এবিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এবিষয়ে তিনি কিছুই জানেন না। অসম মহাত্মা গান্ধীর কাছ থেকে অনেক কিছুই পেয়েছে। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

অন্যদিকে অল অসম স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। তাঁরা অবিলম্বে মূর্তিটিকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার দাবি জানিয়েছে। ইতিমধ্যেই পুরবোর্ড এবং টাউন কমিটির সঙ্গে বৈঠক করেছে তাঁরা। কার নির্দেশে এই মূর্তি সরানো হল তা জানতে চেয়েছে ছাত্র ইউনিয়ন।

বিষয়টি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তুষার গান্ধী। তিনি বলেন, বিজেপি শাসিত অসম সরকারের কাছ থেকে এর থেকে ভাল কিছু আশা করা যায় না। সরব হয়েছে কংগ্রেস নেতৃত্বও। কংগ্রেস বিধায়ক দুর্গা ভূমিজ জানিয়েছেন, শহরের সৌন্দর্যায়ন হতেই পারে। তবে তা গান্ধীজির মূর্তিকে সরিয়ে নয়।

পরিস্থিতি সামলাতে কংগ্রেস বিধায়ক রূপেশ গোয়ালা বলেন, নতুন মূর্তি তৈরি করা হবে এবং আগের জায়গাতেই বসানো হবে। এই কাজ আগামী ৬ মাসের মধ্যে করা হবে। বিষয়টি নিয়ে অহেতুক জলঘোলা করা হচ্ছে।