আজকাল ওয়েবডেস্ক : রাহুল গান্ধীর লোকো পাইলট নিয়ে মন্তবের পর এবার পাল্টা দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, রেল পরিবারে ফাটল ধরাতে চাইছেন রাহুল গান্ধী। লোকো পাইলটদের সুবিধার দিকটি ভালোভাবে দেখছে মোদি সরকার। তবে এটা নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে।
তিনি আরও লেখেন, বিরোধিরা এই বিষয়ে ফেক খবর প্রচার করছে। লোকো পাইলটদের কাজের সময় নিদিষ্ট করা থাকে। তার মাঝে তাঁরা পর্যাপ্ত বিশ্রাম পান। ৮ ঘন্টার কম সময় তাঁরা কাজ করেন।
তিনি বলেন, ২০১৪ সালের আগে থেকে লোকো পাইলটদের পরিস্থিতি খুব খারাপ ছিল। কিন্ত মোদি সরকার তাঁদের জন্য এসি রুমের ব্যবস্থা করেছে। কংগ্রেস লোকো পাইলটদের নিয়ে যে কথা বলছে তা ঠিক নয়।
৩৪ হাজার লোকো পাইলট গোটা দেশে কাজ করছে। আরও ১৮ হাজার নিয়োগ করা হবে। জানান রেলমন্ত্রী।
প্রসঙ্গত রাহুল গান্ধী লোকসভায় দাবি করেছিলেন লোকো পাইলটরা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না। তাঁদের বিশ্রাম ঘর সঠিক নয়। টানা ১৬ ঘন্টা বা তার বেশি সময় লোকো পাইলটরা কাজ করেন। এরফলে তাঁদের স্বাস্থ্য ভেঙে পড়েছে। এরপরই এই জবাব দিলেন রেলমন্ত্রী।
নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, রেল পরিবারে ফাটল ধরাতে চাইছেন রাহুল গান্ধী। লোকো পাইলটদের সুবিধার দিকটি ভালোভাবে দেখছে মোদি সরকার। তবে এটা নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে।
তিনি আরও লেখেন, বিরোধিরা এই বিষয়ে ফেক খবর প্রচার করছে। লোকো পাইলটদের কাজের সময় নিদিষ্ট করা থাকে। তার মাঝে তাঁরা পর্যাপ্ত বিশ্রাম পান। ৮ ঘন্টার কম সময় তাঁরা কাজ করেন।
তিনি বলেন, ২০১৪ সালের আগে থেকে লোকো পাইলটদের পরিস্থিতি খুব খারাপ ছিল। কিন্ত মোদি সরকার তাঁদের জন্য এসি রুমের ব্যবস্থা করেছে। কংগ্রেস লোকো পাইলটদের নিয়ে যে কথা বলছে তা ঠিক নয়।
৩৪ হাজার লোকো পাইলট গোটা দেশে কাজ করছে। আরও ১৮ হাজার নিয়োগ করা হবে। জানান রেলমন্ত্রী।
প্রসঙ্গত রাহুল গান্ধী লোকসভায় দাবি করেছিলেন লোকো পাইলটরা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না। তাঁদের বিশ্রাম ঘর সঠিক নয়। টানা ১৬ ঘন্টা বা তার বেশি সময় লোকো পাইলটরা কাজ করেন। এরফলে তাঁদের স্বাস্থ্য ভেঙে পড়েছে। এরপরই এই জবাব দিলেন রেলমন্ত্রী।
