আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্য দু’‌দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত করা। সেই লক্ষ্যেই তৃতীয়বার সরকারে বসার পর রাশিয়া গেলেন নরেন্দ্র মোদি। রাশিয়াতেও ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন পুতিন। তারপরেই সাক্ষাৎ দুই রাষ্ট্রনেতার। মোদি রাশিয়া সফরে গিয়েছিলেন ২০১৯ সালে। তার দু’‌বছর পর ভারত সফরে এসেছিলেন পুতিন। তার পরপরই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম রাশিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী। লক্ষ্য ছিল মোদি-পুতিন সাক্ষাতের প্রথম ঝলকের দিকে। সোমবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী। তার বেশকিছু ঝলক সমাজমাধ্যমে দেখা গিয়েছে।

তাতে রয়েছে পুতিন-মোদির আলিঙ্গনের ছবি। জানা গিয়েছে রুশ প্রেসিডেন্টের বাসভবনে চায়ের আড্ডাতেও বসেছিলেন বারাণসীর সাংসদ, হাজির ছিলেন নৈশভোজে। সফরের প্রথম দিনে তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে জানিয়েছেন, 'এই মুহূর্ত খুশির।' চায়ে-পে চর্চার জন্যও ধন্যবাদ জানিয়েছেন পুতিনকে।

মঙ্গলবার দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন মোদি-পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের পর রাশিয়া-ভারতের সমীকরণ কোনদিকে যায়, আলোচনায় উঠে আসে কোন কোন দিক সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। উল্লেখ্য, সোমবার বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মেন্টুরভ। তারপরেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি।