আজকাল ওয়েবডেস্ক: নিট-এর প্রশ্নফাঁস এবং পরীক্ষায় গরমিল-অনিয়ম নিয়ে যে অভিযোগ উঠেছে তাতে উত্তাল গোটা দেশ। তার মাঝেই সোমবার দেশের শীর্ষ আদালত স্বীকার করে নিল, নিট প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। শীর্ষ আদালত সোমবার বলেছে, প্রশ্ন ফাঁস হয়েছে, তাতে সন্দেহ নেই। এখন আমাদের প্রশ্ন ফাঁসের মাত্রার মাপ করতে হবে। পুনরায় এই পরীক্ষা করানোর দাবি নিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছিল।

সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পুনরায় পরীক্ষার নির্দেশ না দিলেও, জানিয়ে দিল, ৪৮ ঘন্টার মধ্যে, অর্থাৎ বুধবারের মধ্যে ব্যপক অনিয়মের যে অভিযোগ উঠেছে, সেই সংক্রান্ত সব ন্যাশনাল টেস্টিং এজেন্সি কে তথ্য দিতে হবে। তাদের জানাতে হবে কীভাবে প্রশ্ন ফাঁস হল? কোথায় ফাঁস হয়েছে এবং প্রশ্ন ফাঁস আর পরীক্ষার মাঝে কতটা সময় ছিল। একই সঙ্গে জানানো হয়েছে, পুনরায় পরীক্ষা নেওয়া হল শেষ উপায়। ২৪ লক্ষ পড়ুয়ার অনেকেই দরিদ্র পরিবারের, তাঁদের পক্ষে পুনরায় পরীক্ষায় বসা ব্যায়সাপেক্ষ। বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে।