মিল্টন সেন,হুগলি: আনুমানিক ৪০০ বছরের পুরনো। সঠিক প্রতিষ্ঠার দিন অজানা। প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যায় হয় পান্ডুয়ার মন্ডলাই পথের মায়ের কালী পুজো। লোকমুখে কথিত রয়েছে, একদা পান্ডুয়ার মন্ডলাই এলাকা ছিল জনমানব শূন্য। ওই এলাকার উপর দিয়ে বয়ে গেছে কঙ্কা নামে নদী। আর সেই নদীর তীরে থাকা শ্মশান ছিল তন্ত্রসাধকদের পীঠস্থান। জনশ্রুতি রয়েছে, তৎকালীন সময়ে সেই জায়গায় তন্ত্রসাধকের হাত ধরে এই কালীপুজোর সূচনা হয়। ওই কাপালিক এক রাতের মধ্যে দীর্ঘাঙ্গি কালীমূর্তি তৈরির পর পুজো করতেন। সেই রাতেই বিসর্জন দিতেন। সবটাই করতেন লোকচক্ষুর আড়ালে। তবে হঠাৎ এক বছর স্থানীয় একজন কাপালিকের এই ক্রিয়াকলাপ দেখে ফেলেন। তারপর তার হাতেই পুজোর সমস্ত কিছু সমর্পণ করে নিজে অন্তর্হিত হয়ে যান কাপালিক। তার পর থেকে তিনিই পুজো করতেন। কালক্রমে সেই মূর্তি সরিয়ে শ্মশান থেকে নিয়ে আসা হয় রাস্তার ধারে। পরবর্তীসময়ে পুজোর দায়িত্ব আসে বারোয়ারি পুজো কমিটির হাতে। পথের পাশে বারবার এই পুজো হয়ে আসায় এই কালির নাম হয়ে যায় "পথের মা।" প্রাচীন নিয়ম আজও অব্যাহত। হয় পাঁঠা বলি। বহু মানুষ দণ্ডী কাটেন। অনেকে আবার নিজের বুক চিরে রক্ত দিয়ে পুজো করেন। টানা কয়েকদিন সংলগ্ন একাধিক গ্রামের বহু মানুষ আসেন এই পূজোতে। পুজো কমিটির সভাপতি শুভঙ্কর নন্দী বলেছেন, কাপালিক দ্বারা প্রতিষ্ঠিত এই পুজো। আগে শ্মশানকালী রূপে পুজো হতো।
ছবি পার্থ রাহা।
ছবি পার্থ রাহা।
