আজকাল ওয়েবডেস্ক : বিনা পয়সায় বাদাম খেতে গিয়ে বিপত্তি। সাসপেন্ড হলেন তামিলনাড়ুর এক পুলিশ অফিসার। সাব ইন্সপেক্টর রাধাকৃষ্ণন নামে ওই পুলিশ অফিসার একটি দোকানে গিয়ে বাদামের প্যাকেট নেন কিন্তু কোনও পয়সা না দিয়ে বেরিয়ে যান। তবে তিনি বুঝতে পারেননি কেউ গোটা ঘটনার ভিডিও করছে। সেই ভিডিও ভাইরাল হতেই বিপদ। সাসপেন্ড করা হল ওই পুলিশ অফিসারকে। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। একটি টিম তৈরী করে শুরু হয়েছে তদন্ত। দোকানদার ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ভিডিও ভাইরাল হওয়ার পর দোকানদারকে হুমকি দিতেও দেখা গিয়েছে ওই পুলিশ অফিসারকে।