আজকাল ওয়েবডেস্ক:‌ উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন শীর্ষবাছাই ইতালির জানিক সিনার। তিনি ৬–৩, ৬–৪, ৩–৬, ৬–৩ গেমে হারান জার্মানির ইয়ানিস হান্ফম্যানকে। অষ্টম বাছাই নরওয়ের কাসপার রুড সহজেই ৭–৬, ৬–৪, ৬–৪ গেমে অস্ট্রেলিয়ার অ্যালেক্স বোল্টকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। কানাডার ডেনিস শাপোভালোভ হারিয়েছেন চিলির নিকোলাস জারিকে। বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভও দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন। তবে প্রথম রাউন্ডে হেরে গেলেন ভারতের সুমিত নাগাল। সার্বিয়ার মিওমির কেসমানোভিকের কাছে ২–৬, ৬–৩, ৩–৬, ৪–৬ গেমে হেরে যান তিনি। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই আমেরিকার কোকো গাউফ এবং নবম বাছাই গ্রিসের মারিয়া সাক্কারি দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। প্রসঙ্গত ১ জুলাই থেকে শুরু হয়েছে উইম্বলডন।