নিজস্ব সংবাদদাতা: স্টার জলসায় 'গুড্ডি' ধারাবাহিকের মাধ্যমে বহুদিন পর ছোটপর্দায় ফিরেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু। জুটি বেঁধেছিলেন শ্যামৌপ্তি মুদলি-এর সঙ্গে। রণজয়-শ্যামৌপ্তির জুটিকে দর্শক ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন। ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই তাই এই জুটিকে আবারও একসঙ্গে দেখার আবেদন জানিয়েছিলেন দর্শক। দর্শকের ইচ্ছেকেই প্রাধান্য দিয়ে আবারও একসঙ্গে ফিরছেন রণজয়-শ্যামৌপ্তি। 

একেবারে ভিন্ন রূপে ধরা দিতে চলেছেন তাঁরা। পর্দায় দু'জনকে যেমন ভাবে দেখেছেন দর্শক, তার থেকে একেবারে আলাদা রূপে পেতে চলেছেন তাঁদের। আজকাল ডট ইন-এ প্রথম প্রকাশ্যে এল তাঁদের নতুন কাজের ছবি। এই বিষয়ে রণজয় জানান, একটি মিউজিক ভিডিয়োতে আবারও জুটি বাঁধছেন তাঁরা। পরিচালনায় সায়ন রায়। বুধাদিত্য মুখোপাধ্যায়-এর গানে আসছে তাঁদের মিউজিক্যাল জার্নি। 

ইতিমধ্যেই লাদাখে পাড়ি দিয়েছেন তাঁরা। জোরকদমে চলছে শ্যুটিং। সম্প্রতি, নিজের সোশ্যাল মিডিয়ায় লাদাখে নতুন কাজ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন রণজয়। শ্যামৌপ্তির সঙ্গে তাঁর জুটিকে দর্শক যেভাবে ভালবাসা দিয়েছেন, সেই কথা মাথায় রেখেই আবারও একসঙ্গে দর্শকের কাছে ধরা দিতে চলেছেন তাঁরা। প্রাথমিক পর্যায়ে রয়েছে মিউজিক ভিডিয়োর কাজ, তাই কোন প্ল্যাটফর্ম বা কবে আসছে এই কাজ তা জানতে হলে দর্শককে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

প্রসঙ্গত, এই মুহূর্তে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে শ্বেতা ভট্টাচার্য-এর বিপরীতে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে রণজয় বিষ্ণুকে।