আজকাল ওয়েবডেস্ক : চলতি বছরের ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর থেকে এখনও পর্যন্ত ১ কোটি ৭৫ লক্ষ মানুষ রাম মন্দির দর্শন করেছেন। তবে রাম মন্দিরের বাকি অংশের কাজ এখনও বাকি রয়েছে। আগামী বছরের মার্চ মাসেই সেই কাজ সম্পূর্ণ হবে। এমনটাই জানিয়েছেন রাম মন্দির কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। চলতি মাসেই একতলার কাজ শেষ হয়ে যাবে। এরপর দোতালার কাজ শুরু হয়ে যাবে। দোতলার কাজও ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে। বাকিটা শেষ হবে আগামী বছরের মার্চ মাসে। আরও মূর্তি বসানো হবে। সেগুলি রাজস্থান থেকে নিয়ে আসা হবে। প্রতিদিন ১ লক্ষ ভক্ত রাম মন্দির দর্শন করতে আসেন। তাই দ্রুত মন্দির তৈরি শেষ করা হবে বলে জানালেন মন্দির কমিটির চেয়ারম্যান।
