আজকাল ওয়েবডেস্ক: বছরের প্রথম দিনেই হেঁসেলে বড় ধাক্কা। পয়লা জানুয়ারিতে একধাক্কায় বাড়ল গ্যাসের দাম। তবে দাম বেড়েছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। রান্নার গ্যাসের দাম নতুন বছরের শুরুতেও অপরিবর্তিত রয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে ১১১ টাকা করে। নতুন বছরের প্রথম দিন থেকেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নতুন দাম কার্যকর হবে।
জানা গেছে, বৃহস্পতিবার থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার প্রতি দাম হয়েছে ১৭৯৫ টাকা। আগে যা ছিল ১৬৮৪ টাকা। কলকাতায় ১১১ টাকাই বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। অন্যদিকে
দিল্লিতে গত মাসে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৫৮০.৫০ টাকা। সেটা বেড়ে বর্তমানে হয়েছে ১৬৯১.৫০ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম ১৬৪২.৫০ টাকা। চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১৭৩৯.৫০ টাকা।
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায়, হোটেল, রেস্তোরাঁয় খাবারের দাম বাড়বে। বর্ষবরণের আবহে বিভিন্ন স্বাদের খাবার চেখে দেখার জন্য রেস্তোরাঁগুলিতে উপচে পড়ে ভিড়। এই আবহে খাদ্যরসিকদের বাড়তি টাকা গুনতে হবে রেস্তারাঁগুলিতে।
যদিও নতুন বছরের শুরুতেও অপরিবর্তিত ১৪ কেজি রান্নার গ্যাসের দাম। ২০২৪ সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত এপ্রিলে একধাক্কায় রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ায় কেন্দ্র। তারপর থেকে রান্নার গ্যাসের দাম আর বাড়েনি। কলকাতায় নতুন বছরেও ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৮৭৯ টাকা।
প্রসঙ্গত, গত বছর অক্টোবরে দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। কলকাতায় পুজোর মাসে অর্থাৎ সেপ্টেম্বরে বাণিজ্যিক গ্যাসের দাম ৫০ টাকা ৫০ পয়সা কমে হয়েছিল ১৬৮৪ টাকা। তবে অক্টোবর মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম ছিল ১৭০০ টাকা ৫০ পয়সা। অর্থাৎ পুজোর মাসের তুলনায় ১৬ টাকা ৫০ পয়সা বৃদ্ধি হয়েছিল। নভেম্বর মাসে আবার ৬ টাকা ৫০ পয়সা দাম কমিয়েছিল কেন্দ্র।
কেন্দ্রে আবারও ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সরকার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একটানা কমিয়েছে। অক্টোবরের আগে গত কয়েক মাসেই একটানা নিম্নমুখী ছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। পয়লা জুন থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছিল ১ হাজার ৮২৬ টাকা। দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৩ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে দাম দাঁড়িয়েছিল ১ হাজার ৬৭৪ টাকা ৫০ পয়সা। চেন্নাইতে দাম কমে হয় ১ হাজার ৮৮১ টাকা।
