নতুন বছর শুরু মানেই ক্যালেন্ডার উল্টে কবে কোন ছুটি পড়ল সেই হিসেবটা একবার ছকে নেওয়া। তার সঙ্গে বারো মাসে তেরো পার্বণ নিয়ে মেতে থাকা বাঙালি জাতি আরও একটি জিনিস জানতে আগ্রহী থাকে, নতুন বছরে কোন কোন ছবি, কবে মুক্তি পাচ্ছে। ২০২৬ সালেও এক ঝাঁক নতুন ছবি আসছে বিভিন্ন তারকার। দেখে নিন তালিকায় রয়েছে কোন কোন ছবি। ছবি- সংগৃহীত
2
13
৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরার 'নারী চরিত্র বেজায় জটিল'। এই রমকম ছবিতে অভিনেতার সঙ্গে আছেন ঐন্দ্রিলা সেন। 'নারী চরিত্র বেজায় জটিল' ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন অঙ্কুশ। ছবি- সংগৃহীত
3
13
২৩ জানুয়ারি উইন্ডোজ প্রোডাকশন হাউজের 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' মুক্তি পাচ্ছে। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত। নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি ভূতের ছবি হতে চলেছে, সঙ্গে থাকবে মজার ছোঁয়া। ছবি- সংগৃহীত
4
13
একই দিনে আসছে রাজ চক্রবর্তী পরিচালিত 'হোক কলরব'। ২০২৩ সালে ঘটে যাওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছাত্র আত্মহত্যার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। মুখ্য ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রোহন ভট্টাচার্য, ওম সাহানি, প্রমুখ। ছবি- সংগৃহীত
5
13
সরস্বতী পুজোর দিন আসছে 'বিজয়নগরের হীরে'। সন্তুকে নিয়ে আবারও নতুন অভিযানে যাবেন কাকাবাবু। আর এই দুই চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিককি। ছবি- সংগৃহীত
6
13
স্বাধীনতা দিবসের ঠিক মুখে, ১৪ আগস্ট মুক্তি পাবে দেবের আগামী ছবি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'। করিমুল হকের জীবনীর উপর ভিত্তি করে বানানো হবে ছবিটি। ছবি- সংগৃহীত
7
13
প্রতিম ডি গুপ্তর পরিচালনায় আসছে 'বৈরাগী'। 'রান্নাবাটি' ছবিটির পর আবারও এই ছবিতে প্রযোজক প্রদীপ কুমার নন্দীর সঙ্গে জুটি বাঁধবেন পরিচালক। জিতের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কসও সহপ্রযোজনার দায়িত্ব সামলাবে 'বৈরাগী' ছবিটির। ২০২৬ সালের শেষ ভাগে মুক্তি পাবে ছবিটি। ছবি- সংগৃহীত
8
13
উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে এদিন ঘোষণা করা হয়েছে 'ফুল পিসি ও এডওয়ার্ড' মুক্তি পাবে চলতি বছর। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালনা করবেন ছবিটির। ছবি- সংগৃহীত
9
13
এছাড়া একই প্রযোজনা সংস্থার তরফে ২০২৪ সালের ব্লকবাস্টার ছবি 'বহুরূপী'র সিক্যুয়েল 'বহুরূপী দ্য গোল্ডেন ডাকু' মুক্তি পাবে এই বছর। পরিচালনা করবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। ছবি- সংগৃহীত
10
13
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র' ছবিটির ঘোষণা হয়েছে। অনুমান করা হচ্ছে এই ছবিটি ২০২৬ সালে মুক্তি পেতে পারে। মুখ্য ভূমিকায় আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, প্রমুখ থাকবেন। ছবি- সংগৃহীত
11
13
এছাড়াও, পরিচালকের 'উইঙ্কেল টুইঙ্কেল' মুক্তি পেতে পারে ২০২৬ সালে। যদিও এই ছবির ঘোষণা হলেও মুক্তির দিন ঘোষণা করা হয়নি। ব্রাত্য বসুর জনপ্রিয় নাটকের উপর ভিত্তি করে এই ছবিটি বানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। ছবি- সংগৃহীত
12
13
সৌরভ পালোধি 'অঙ্ক কী কঠিন' ছবিটির পর 'অনেকদিন পর' নিয়ে আসতে চলেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজনা করছেন ছবিটির। বিমল গিরি, চিত্রাঙ্গদা শতরূপা থাকবেন মুখ্য ভূমিকায়। এটিও চলতি বছরে মুক্তি পেতে পারে ছবি- সংগৃহীত
13
13
অরিন্দম শীল পরিচালিত 'কর্পূর' ছবিটিও ২০২৬ সালে মুক্তি পেতে পারে। দীপান্বিতা রায়ের উপন্যাস 'অন্তর্ধানের নেপথ্যে' অবলম্বনে এই ছবিটি বানানো হয়েছে। মুখ্য ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু। ছবি- সংগৃহীত