শুরু হয়ে গেল নতুন বছর। বদলাল ক্যালেন্ডার। একই সঙ্গে একাধিক গ্রহ স্থান বদলানোর পাশাপাশি বিভিন্ন রাশির ভাগ্য বদলাবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে শনি এবং বৃহস্পতির একত্রে গোচর। দুই শক্তিশালী গ্রহ একসঙ্গে জুটি বাঁধায় লাভবান হবে ৪ রাশি। ছবি- সংগৃহীত
2
6
শনি বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে এবং গোটা বছর সেখানেই থাকবে। অন্যদিকে বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে শনির ঢাইয়া চলছে সিংহ রাশির। এমন অবস্থায় সেখানে বৃহস্পতির গোচর বিশেষ যোগ তৈরি করবে। এতে ব্যাপকভাবে লাভবান হবেন ৪ রাশির জাতকেরা। তালিকায় আছেন কারা? ছবি- সংগৃহীত
3
6
বৃষ: ২০২৬ সালটি বৃষ রাশির জাতকদের জন্য বরদানের সমতুল্য। আর্থিক উন্নতি ঘটবে এই বছরই। সুখ, সমৃদ্ধি বাড়বে। অনুশাসন এবং কঠিন পরিশ্রম করলে তার সুফল পাবেন। উন্নতি নিশ্চিত। জনপ্রিয়তা বাড়বে। কর্মক্ষেত্রে বসের সুনজরে পড়বেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ফলে বৃদ্ধি পাবে আয়। সম্পর্কের ক্ষেত্রেও শান্তি এবং সুখ বজায় থাকবে। ছবি- সংগৃহীত
4
6
মিথুন: আয়ের নতুন উৎস তৈরি হবে। যে লক্ষ্য স্থির করবেন সেটা ছুঁতে পারবেন। যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। ছবি- সংগৃহীত
5
6
কর্কট: টাকার পাহাড়ে চড়বেন। হঠাৎ ধনপ্রাপ্তি ঘটতে পারে। নতুন চাকরি পেতে পারেন বা পদোন্নতির হওয়ার সুযোগ আসবে। পরিবারে আপনার কথার গুরুত্ব বাড়বে। সুখ, শান্তি বজায় থাকবে জীবনে। ছবি- সংগৃহীত
6
6
তুলা: একাধিক জায়গায় বেড়াতে যাবেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। এমনকী বিদেশে কাজের সুযোগও পেতে পারেন। প্রচুর অর্থ উপার্জন করবেন বিভিন্ন উপায়ে। যাঁরা সিঙ্গল তাঁদের বিয়ের কথা পাকা হবে। ছবি- সংগৃহীত