আজকাল ওয়েবডেস্ক: প্রবল দাবদাহের মধ্যে জলের দাবিতে ধর্না, অনশন। অসুস্থ হয়ে পড়লেন আপ মন্ত্রী অতিশী। আপ-এর পক্ষ থেকে জানানো হয়েছে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিল্লির লোকনায়ক হাসপাতালের ইমারজেন্সি আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। জানানো হয়েছে, সোমবার মধ্যরাতে মন্ত্রীর রক্তে শর্করার মাত্রা নামে ৪৩-এ, কয়েক ঘন্টায় তা নামে ৩৬- এর নিচে। ২৫ জুন, ভোর সাড়ে চারটা নাগাদ আপের পক্ষ থেকে জানানো হয়, রাত ৩টা নাগাদ শারীরিক অবস্থার অবনতি হয় অতিশির। তারপরেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সোমবার সন্ধ্যায় তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকেরা হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন। তবে তাতে রাজি হননি মন্ত্রী।


উল্লেখ্য, তীব্র জলসংকট দিল্লিতে। জলের দাবির জল গড়িয়েছে দেশের শীর্ষ আদালতেও। জলের দাবিতে ২১ তারিখ থেকে অনশনে বসেছেন মন্ত্রী অতিশী। দিল্লিকে হরিয়ানা যতদিন না পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ জল দেবেন, ততদিন এই অনশন চালিয়ে যাবেন বলে বারবার জানিয়েছেন তিনি। তার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন আপ মন্ত্রী। উল্লেখ্য, সোমবার আপ-এর বিক্ষোভকে সমর্থন জানিয়ে জঙ্গপুরায় গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। ছিলেন সাংসদ মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, সাগরিকা ঘোষ। জলের দাবিতে আপ- এর আন্দোলন পূর্ন সমর্থন রয়েছে বলেও জানায় তৃণমূল কংগ্রেস। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছে কেজরিওয়ালের দল।