আজকাল ওয়েবডেস্ক: দিল্লি বিমান বন্দরকে বোমা হুমকি।তাও আবার মজার ছলে! নবালককে আটক করল পুলিশ। ঠিক কী ঘটেছিল? অভিযোগ, ১৩ বছরের ওই কিশোর দুবাইগামী বিমানে বোমা লাগানো আছে, এই দাবি করে দিল্লি বিমানবন্দরে মেল পাঠিয়েছিল। পুলিশ ডেপুটি কমিশনার উষা রঙ্গনানি জানিয়েছেন, ওই কিশোর জানিয়েছে অন্যদের থেকে প্রভাবিত হয়ে রই হুমকি মেল পাঠিয়েছিল সে। সোমবার , ১৮ জুন এই হুমকি মেল পাঠায় সে। তিনি জানিয়েছেন, মেল পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল বিমানবন্দরে। তবে তদন্ত করতে নেমে দেখা যায়, আদতে মেলটি ভুয়ো। এই মেল পাঠিয়ে সঙ্গে সঙ্গেই মেল আইডি ডিলিট করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কিশোর জানিয়েছে, পড়াশোনার জন্য তাকে যে মোবাইল দিয়েছিল বাবা মা, সেখান থেকেই এই কাজ করেছে সে।