আজকাল ওয়েবডেস্ক: ইউজিসি নেট, সিএসআইআর ইউজিসি নেটের পর এবার স্নাতকোত্তর স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি স্থগিত করার ঘোষণা করল কেন্দ্র। রবিবার ছিল পরীক্ষা। শনিবার রাত ১০টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানাল, নিট পিজি স্থগিত করা হল। কবে পরীক্ষা হবে, তা দ্রুত জানানো হবে। নেট ও নিট পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ প্রকাশ্যে এসেছে, তার তদন্ত চলাকালীন এই পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নিট-নেট নিয়ে বিতর্কের মধ্যেই আজ রাতেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রধান সুবোধ কুমারকে অপসারণ করেছে কেন্দ্র। এরপরেই ঘোষণা হল নিট-পিজি স্থগিতের।
শনিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এর সংস্কারের জন্য ইসরোর প্রাক্তন চেয়ারম্যান আর রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। ৭ সদস্যের কমিটিতে রয়েছেন দিল্লি এমসের প্রাক্তন অধিকর্তা রণদীপ গুলেয়িরা, হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিজে রাও, আইআইটি মাদ্রাজের অধ্যাপক রামূর্তি কে, কর্মদ্যোগী ভারতের সহ প্রতিষ্ঠাতা পঙ্কজ বনশল, আইআইটি দিল্লির ডিন অফ স্টুডেন্টস অদিত্য মিত্তল এবং শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল।
উল্লেখ্য, নিট-নেট নিয়ে বিতর্কের মধ্যেই আজ রাতেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রধান সুবোধ কুমারকে অপসারণ করেছে কেন্দ্র। এরপরেই ঘোষণা হল নিট-পিজি স্থগিতের।
শনিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এর সংস্কারের জন্য ইসরোর প্রাক্তন চেয়ারম্যান আর রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। ৭ সদস্যের কমিটিতে রয়েছেন দিল্লি এমসের প্রাক্তন অধিকর্তা রণদীপ গুলেয়িরা, হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিজে রাও, আইআইটি মাদ্রাজের অধ্যাপক রামূর্তি কে, কর্মদ্যোগী ভারতের সহ প্রতিষ্ঠাতা পঙ্কজ বনশল, আইআইটি দিল্লির ডিন অফ স্টুডেন্টস অদিত্য মিত্তল এবং শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল।
