আজকাল ওয়েবডেস্ক: দুদিনের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাষ্ট্রপতি ভবনে তাঁদের স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শেখ হাসিনাকে বিশেষ অতিথি হিসাবে বর্ননা করলেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি শপথ নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। রাষ্ট্রপতি ভবনে মন্ত্রীদের সঙ্গে দেখা করেন দুই দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় মন্ত্রী ডে পি নাড্ডা, জিতেন্দ্র সিং। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুদিনের সফরে ভারতের এসেছেন। ৯ জুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নতিতে এদিন দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠক করেন। পরে যৌথ সাংবাদিক বৈঠকে এই সম্পর্কের আরও উন্নতির কথা শোনা যায় দুই দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যে।