আজকাল ওয়েবডেস্ক: শেষ হয়েও হল না শেষ। দিল্লি হাই কোর্টে আটকে গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের মুক্তি। কেজরিওয়ালের জামিনের বিরোধ করে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। শুক্রবার জরুরি ভিত্তিতে শুনানির পর আদালত জানায় আগামী ২-৩ দিনের মধ্যে এবিষয়ে পরবর্তী নির্দেশ ঘোষণা করা হবে। ফলে ততদিন জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরির স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবার দিল্লি হাই কোর্টে আবেদন করেছিল ইডি।
আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরিকে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। পরে লোকসভা ভোটের আগে প্রচারের জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হলে আবার তিনি তিহাড় জেলে ফিরে গিয়েছিলেন। বৃহস্পতিবার আম আদমি পার্টির প্রধানের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর হয় রাউস অ্যাভিনিউ আদালতে। তবে শেষ বেলায় এসে ফের পিছিয়ে গেল কেজরিওয়ালের মুক্তি।