আজকাল ওয়েবডেস্ক: জল্পনার অবসান। ইস্টবেঙ্গলে ডেভিড লালানসাঙ্গা। তিন বছরের চুক্তিতে লাল হলুদে সই করলেন মহমেডানের তারকা স্ট্রাইকার। মরশুম শেষ হওয়ার আগে থেকেই তাঁকে পাওয়ার জন্য ঝাঁপায় ইস্টবেঙ্গল। মহমেডানও তাঁদের সেরা ফুটবলারকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু শেষপর্যন্ত লাল হলুদ জার্সিতেই দেখা যাবে মিজোরামের স্ট্রাইকারকে। গত মরশুমে কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। মহমেডান স্পোর্টিংয়ের আই লিগ জয়ের পেছনে ডেভিডের বড় ভূমিকা রয়েছে। ভারতীয় স্ট্রাইকারদের মধ্যে সেরা পারফরম্যান্স। তাঁর ধারাবাহিকতা জাতীয় দলে জায়গা করে দেয়। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে কুয়েত এবং কাতারের বিরুদ্ধে আঠারো জনের দলে ছিলেন ডেভিড। এবার ইস্টবেঙ্গলের জার্সিতে আইএসএল খেলার অপেক্ষায় প্রতিভাবান স্ট্রাইকার। ডেভিড বলেন, 'ইস্টবেঙ্গল বড় ক্লাব। সারা দেশজুড়ে ওদের সমর্থক আছে। আমি ফ্যানদের সামনে খেলতে ভালবাসি। জাতীয় শিবিরে আমি মহেশ, নন্দ এবং লালচুংনুঙ্গার সঙ্গে সময় কাটিয়েছি। ওরা খুবই পরোপকারী, এবং আমাকে সর্বদা মোটিভেট করে। ইস্টবেঙ্গলের হয়ে নিজের সেরাটা দিতে চাই।' ডেভিডের ভূয়সী প্রশংসা করেন ইস্টবেঙ্গল কোচ। কুয়াদ্রাত বলেন, 'ডেভিডকে আমরা দীর্ঘদিন ধরে সই করানোর চেষ্টা করছি। ডুরান্ড এবং কলকাতা লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরই ও আমার নজরে পড়ে। সেই থেকেই ও আমাদের টার্গেট ছিল। ওর মতো রত্নকে দলে পেয়ে আমি খুবই খুশি।' ক্লেইটন সিলভা ছিলেন।ডিয়ামানটাকোসের পর ডেভিডকে সই করিয়ে স্ট্রাইকিং লাইন আরও শক্তিশালী করে নিল ইস্টবেঙ্গল।
