আজকাল ওয়েবডেস্ক: গাজা উপত্যকায় লড়াই চলছে হামাস ও ইজরায়েলের। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে প্যালেস্তাইনি ও ইজরায়েল পন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল। স্থানীয় সময় শুক্রবার রাতে এই সংঘর্ষ শুরু হয়। যা চলে শনিবার ভোর অবধি। পুলিশ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। জানা গেছে, একটি বার্গারের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে মেলবোর্নের দক্ষিণ–পূর্বে প্যালেস্তাইন পন্থী এবং ইজরায়েল পন্থীদের মধ্যে বিক্ষোভ শুরু হয়। পরে তা সংঘর্ষে পরিণত হয়। একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা পরস্পরকে গালিগালাজ করছেন। একে অন্যকে প্লাস্টিকের বোতল ও জলের বোতল ছুঁড়ে মারছেন। ঘুষি মারছেন। কেউ বা মারামারিতে জড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ক্যালফিল্ডের গ্লেনহান্টলি রোডে আগুন লাগা বার্গারের দোকানটি প্যালেস্তাইন পন্থী এক ব্যক্তির। ঘটনার তদন্ত করছে পুলিশ।
