মিল্টন সেন, হুগলি: ভোর রাতে ডাকাতি। একা বৃদ্ধার হাত পা বেঁধে লুটপাট চালাল চার দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য ছড়াল ব্যান্ডেল নলডাঙায়। ওই এলাকার বাসিন্দা রেনু পাল (৬৮)। দুই মেয়ে বিবাহিত। বড় মেয়ে অদিতি ব্যানার্জি থাকেন ব্যান্ডেল ওলাইচন্ডীতলা এলাকায়। ছোট মেয়ে সোনালী সিন্ধে থাকেন মুম্বইতে। গত দু’মাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন রেনু দেবী। বাড়ি ছিল বন্ধ। গত সোমবার নলডাঙার বাড়িতে ফেরেন তিনি। শুক্রবার ভোর রাতে ঘুম থেকে উঠে শৌচালয়ে যান। বেরিয়ে দেখেন ঘরে তাঁর বিছানায় বসে আছে চার যুবক। তাদের মাথায় স্পট লাইট লাগানো। দুষ্কৃতীরা বৃদ্ধাকে প্রাণে মারার হুমকি দিয়ে হাত পা বেঁধে ফেলে। বৃদ্ধার শরীর থেকে সোনার গহনা খুলে নেয়। এরপর বৃদ্ধার থেকে চাবি নিয়ে আলমারি খুলে নগদ ৩৬ হাজার টাকা তুলে নেয়। আলমারি লন্ডভন্ড করে। একটা ভাল শাড়িও নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলে এই কান্ড। দুষ্কৃতীদের বয়স ২২ থকে ২৪ এর মধ্যে বলে জানিয়েছেন বৃদ্ধা। তারা মদ্যপ ছিল বলে দাবি রেনু দেবীর। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। কেউ কিছুই টের পাননি বলে জানিয়েছেন। ডাকাতির খবর পেয়ে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোদালিয়া–২ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন। পাশাপাশি তাঁর দাবি, বড় রাস্তার পাশাপাশি ছোট রাস্তায় পুলিশি টহল বাড়ুক।
ছবি: পার্থ রাহা
ছবি: পার্থ রাহা
