আজকাল ওয়েবডেস্ক: নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে ছিল ‘রহস্যময় জন্তু’। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই হয়েছে। অবশেষে আসরে নামল দিল্লি পুলিশ। জল্পনা থামিয়ে জানিয়ে দিল, একটি সাধারণ বিড়াল ছাড়া সেটি আর কিছুই নয়। সোমবার রাতে দিল্লি পুলিশ এক্স হ্যান্ডলে লেখে, ‘বেশ কিছু সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় একটি পশুর ছবি দিয়ে বলা হচ্ছে, রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের সময় হিংস্র জন্তুকে দেখা গিয়েছে। কিন্তু এই তথ্য ঠিক নয়। যে ছবিটি উঠেছে, সেটি একটি বিড়ালের।’ এই ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আর্জি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ।
প্রসঙ্গত, ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়, বিজেপি সাংসদ দুর্গাদাস উইকে মন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করছেন। এরপর প্রয়োজনীয় নথিতে সইসাবুদ সেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এগিয়ে যান দুর্গাদাস। সে সময় মঞ্চের পিছনে রাষ্ট্রপতি ভবনের বারান্দা দিয়ে হেঁটে চলে যায় একটি জন্তু! ওই জন্তুকেই নিয়ে শুরু হয় চর্চা। ভিডিওয় দেখতে পাওয়া জন্তুটি কী, তা নিয়ে নানা মুনির ছিল নানা মত। অবশেষে দিল্লি পুলিশ জানাল সেটি একটি সাধারণ বিড়াল।
প্রসঙ্গত, ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়, বিজেপি সাংসদ দুর্গাদাস উইকে মন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করছেন। এরপর প্রয়োজনীয় নথিতে সইসাবুদ সেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এগিয়ে যান দুর্গাদাস। সে সময় মঞ্চের পিছনে রাষ্ট্রপতি ভবনের বারান্দা দিয়ে হেঁটে চলে যায় একটি জন্তু! ওই জন্তুকেই নিয়ে শুরু হয় চর্চা। ভিডিওয় দেখতে পাওয়া জন্তুটি কী, তা নিয়ে নানা মুনির ছিল নানা মত। অবশেষে দিল্লি পুলিশ জানাল সেটি একটি সাধারণ বিড়াল।
