অমিতাভ বচ্চন: নামের মতো তাঁর কাজকর্মও সব 'শাহেনশাহ'চিত। স্ক্যোয়ার ইয়ার্ডসের তথ্য অনুযায়ী মুম্বইয়ের অন্ধেরি অঞ্চলে ২০২১ সালে ৩১ কোটি টাকা দিয়ে একটি বড়সড় অ্যাপার্টমেন্ট কিনেছিলেন অমিতাভ। সেই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি চলতি বছরের জানুয়ারিতে বিক্রি করে সিয়েছেন 'বিগ বি'। অ্যাটলান্টিস আবাসনের ৫,১৮৫ স্ক্যোয়ার ফিটের এই ফ্ল্যাটটি ১৭ জানুয়ারিতে মালিকানা বদল হয়েছে। কতটা বিক্রি করেছেন জানেন? ৮৩ কোটি টাকায়!
2
4
অক্ষয় কুমার: অমিতাভের পাশাপাশি এই বাড়ি বিক্রির খবরে জায়গা করে নিয়েছিলেন অক্ষয় কুমারও। জানুয়ারি মাসে মুম্বইয়ের পূর্ব বোরিভলি অঞ্চলের নিজের একটি ফ্ল্যাট বিক্রি করেছেন অক্ষয়। নগদ ৪.২৫ কোটি টাকায়! গত ২১ জানুয়ারি এই হাতবদল হয়েছে। স্ক্যোয়ার ইয়ার্ডসের তথ্য অনুযায়ী ২০১৭-র নভেম্বরে এই ফ্ল্যাটটি ২.৩৮ কোটি টাকায় কিনেছিলেন 'খিলাড়ি'। সেই নিরিখে প্রায় ৭৮% লাভ করেছেন বলি-তারকা।
3
4
সোনাক্ষী সিনহা: তালিকায় রয়েছেন সোনাক্ষী সিনহা। অভিনেত্রী তাঁর বান্দ্রার অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দিয়েছেন ২২.৫০ কোটি টাকায়। ২০২০ সালে এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন 'দবং' অভিনেত্রী। কতটা কিনেছিলেন? ১৪ কোটি টাকায়। সেই হিসাবে অভিনেত্রীর লাভ হল প্রায় ৬১%।
4
4
সুভাষ ঘাই: জানুয়ারিতে মুম্বইয়ের অন্ধেরি অঞ্চলে নিজের ফ্ল্যাটটি বিক্রি করেছিলেন বলি-পরিচালক সুভাষ ঘাই এবং তাঁর স্ত্রী মুক্তা ঘাই। জ্যাপকি।ক-এর তথ্য অনুযায়ী ১২.৮৫ কোটি টাকায় অ্যাপার্টমেন্টটি বিক্রি করেছেন তাঁরা। ২০১৬-র আগস্টে ৮.৭২ কোটি টাকায় এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন তাঁরা। শুধু তাই নয়, পশ্চিম বান্দ্রায় থাকা তাঁদের আরও একটি ফ্ল্যাট ২৪ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন তাঁরা।