সংবাদসংস্থা মুম্বই: সম্প্রতি দেরাদুনে কনসার্ট করতে গিয়েছিলেন গায়ক বাদশাহ। সেখানে মঞ্চে হঠাৎ গান থামিয়ে সহশিল্পী ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তাঁর বিরোধ নিয়ে প্রকাশ্যে কথা বলতে শুরু করেন। গ্রাফেস্ট ২০২৪-এর মঞ্চ থেকে হানির উদ্দ্যেশ্যে কী বলেন বাদশাহ? 
বাদশা জানিয়েছেন যে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে ফাটল সৃষ্টি হয়েছিল। এই মুহূর্তে তিনি ঐক্যের গুরুত্বের ওপর জোর দিতে চান। তিনি হানি সিংকে শুভকামনা জানিয়েছেন এবং অতীতকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। শিল্পীর কথায়, ''আমার জীবনে এমন একটি পর্যায় ছিল যখন আমার মনে ক্ষোভ তৈরি হয়েছিল। এখন আমি সেই ক্ষোভকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাই। কিছু ভুল বোঝাবুঝির হয়েছিল। তারপর বুঝতে পারলাম যখন আমরা একসঙ্গে ছিলাম অনেক ভাল কাজ করেছি। সেই সময় সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য অনেকে ছিলেন, কেউ চাননি সম্পর্কটি ভাল হোক। ''
বাদশা এবং হানি সিংকে ভারতে শীর্ষস্থানীয় র্যাপার হিসেবে গণ্য করা হয়। দুই শিল্পীরই অসংখ্য অনুরাগী। সেই ঝগড়ায় মন খারাপ হয়েছিল তাঁদেরও। দু'জনেই তাঁদের কেরিয়ার শুরু করেছিলেন 'র্যাপ গ্রুপ মাফিয়া মুন্দির' দিয়ে। যেখানে ইক্কা, লিল গোলু এবং রাফতারও ছিল। ব্যান্ডটি "খোল বোতল", "বেগানি নার বুড়ি," এবং "দিল্লি কে দিওয়ানে" সহ অনেক জনপ্রিয় গান তৈরি করেছে । একটি সামান্য ঝগড়ার পরে, এই জুটি আলাদা হয়ে যায়। এবং নিয়মিত সোশ্যাল মিডিয়াতে একে অপরের প্রতি ক্ষোভ উগরে দিতে থাকে। এবার বাদশাহের হস্তক্ষেপে হয়তো সেই ঝগড়া মিটে সুদিন ফিরবে। আগামী দিনে দুই শিল্পীকে এক মঞ্চে দেখা যাবে কিনা, সেটা জানতে মুখিয়ে অনুরাগীরা।