নিজস্ব সংবাদদাতা: জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম হইচই-এর বহু সিরিজের প্রথম সিজন দেখার পর থেকে দর্শকদের মধ্যে ওই সিরিজের দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষার অন্ত থাকেনা। ঠিক তেমনই একটি সিরিজ হচ্ছে 'গভীর জলের মাছ'।
তবে এবার অপেক্ষার অবসান দর্শকদের। ঘোষণা হল 'গভীর জলের মাছ ২'-এর মুক্তির তারিখ।
অনন্যা সেন, স্বস্তিকা দত্ত ও ঊষসী রায়-সহ সিজন ১-এর বাকি সকলের দেখা মিললেও এই সিজনে দেখা যাবে না তৃণাকে। নতুন সিজনে থাকছে নতুন চমক। তৃণার পরিবর্তে এক বিশেষ চরিত্রে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী তিতিক্ষা দাস'কে। তাঁর চরিত্র ঘিরে রহস্যের জাল আরও বাড়বে বলে জানা গেছে। এই বিষয়ে তৃণার সঙ্গে আজকাল ডট ইন-এর তরফে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান, "এই সিজনের শুরু থেকেই আমি নেই। শুটিং ডেট ম্যাচ না করায় এই সিজনে আমায় দেখতে পাওয়া যাবে না।" তবে ফ্ল্যাশব্যাকে অভিনেত্রীর ঝলক ঠিকই দেখতে পাবেন দর্শক।
প্রসঙ্গত, গত বছর ১০ ফেব্রুয়ারি হইচইতে মুক্তি পেয়েছিল থ্রিলারধর্মী ওই সিরিজের প্রথম সিজন। চার বন্ধুর জীবনকে কেন্দ্র করেই ঘুরপাক খেয়েছে ওই সিরিজ। শো-র ক্লাইম্যাক্সে পৌঁছনোর আগেই চারজনের সাজানো জীবন এলোমেলো হয়ে গিয়েছিল। একেবারে চরম পর্যায়ে গিয়ে শেষ হয়ে গিয়েছিল সিরিজ। ৭ জুন থেকে হইচই-তে মুক্তি 'গভীর জলের মাছ ২'। এই সিজনে রহস্যের জাল খুলবে কি? এখন সেটাই দেখার।
