আজকাল ওয়েবডেস্ক: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের ক্ষেত্রে অভিযুক্ত আম আদমি পার্টি। আদালতে পেশ করা চার্জশিটে আপের নাম রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে অতিরিক্ত চার্জশিট জমা দেয় ইডি। সেখানেই নাম রয়েছে আপের। দুর্নীতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের নেতাকে অভিযুক্ত করা হয়েছে।
কিন্তু চার্জশিটে গোটা একটা রাজনৈতিক দলের উল্লেখ থাকা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। জেলবন্দি ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। আর এবার এই মামলায় গোটা দলটাকেই কাঠগড়ায় তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
কিন্তু চার্জশিটে গোটা একটা রাজনৈতিক দলের উল্লেখ থাকা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। জেলবন্দি ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। আর এবার এই মামলায় গোটা দলটাকেই কাঠগড়ায় তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
