শীত দুপুরে উষ্ণ আলিঙ্গনে আরও কাছাকাছি শুভ্রজিৎ-রূপসা
নিজস্ব সংবাদদাতা
২৬ ডিসেম্বর ২০২৫ ১৭ : ৫৩
শেয়ার করুন
1
9
একদিকে যখন শহরে হুহু করে পারদ নামছে, কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া, সেই সময়ই যেন বোল্ড অবতারে উষ্ণতা ছড়িয়ে দিলেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র। ছবি- নিজস্ব
2
9
শীতের দুপুরে শহরের একটি রুফটপ ক্যাফেতে ঘনিষ্ঠ অবস্থায় ফ্রেমবন্দি হলেন রূপসা এবং শুভ্রজিৎ। পাশাপাশি নয়, বোল্ড ভঙ্গিমায় বসলেন পরিচালকের কোলে। রাখলেন হাতের উপর হাত। ছবি- নিজস্ব
3
9
কেবল শুভ্রজিতের কোলে নয়, রূপসাকে কখনও ডুব দিতে দেখা গেল পরিচালকের চোখে। দেবী চৌধুরাণীর পরিচালকও কোমরে হাত রেখে কাছে টেনে নেন এই সুন্দরী বঙ্গতনয়াকে। ছবি- নিজস্ব
4
9
পরিচালকের চোখের নীলে হারিয়ে সলজ্জ হয়ে রূপসা মুখ ফেরাতেই আগলে নিলেন শুভ্রজিৎ। কালোর মায়ায় যেন ছড়িয়ে দিলেন উষ্ণতা ছবি- নিজস্ব
5
9
রূপসার পরনে ছিল নীল রঙের উপর লাল সুতোর কাঁথা স্টিচ করা শর্ট ড্রেস এবং ম্যাচিং জ্যাকেট। ব্রা কাটের গলা এবং সরু স্ট্র্যাপের পোশাক যে এই শীতের শহরে বর্ষশেষের পার্টির জন্য একেবারেই আদর্শ সেটা বলার অপেক্ষা রাখে না। ছবি- নিজস্ব
6
9
তবে কেবল এই পোশাকের সৌন্দর্য নয়, দৃপ্ত, কমনীয় চাউনি, সবটা মিলিয়েই হট বম্ব হয়ে উঠেছিলেন যেন রূপসা। ডিপ কাটের ড্রেসে উন্মুক্ত বক্ষবিভাজিকার অনেকটাই ঢেকেছিলেন বাহারি গলার হারে। ছবি- নিজস্ব
7
9
কেবল নীল পোশাক নয়, অভিনেত্রী এদিন তাক লাগান কালো ঢাকাই জামদানি পোশাকেও। একদিকে অফশোল্ডার, অন্যদিকে ফুল স্লিভ ড্রেসের সঙ্গে মানানসই সিলভার দুলে হয়ে উঠেছিলেন অনন্য। তাঁর সঙ্গে রংমিলান্তি করে অল ব্ল্যাক লুকেই ধরা দেন পরিচালক। ছবি- নিজস্ব
8
9
অন্যদিকে তাঁর আরেকটি লুক শীতের মরশুমের পার্টির জন্য একেবারেই আদর্শ ছিল। দেবী চৌধুরাণীর পরিচালক সাদা শার্টের সঙ্গে চেক স্যুট এবং জিন্স পরেছিলেন। পায়ে খয়েরি শু, চোখে রোদচশমা। তাঁর এই লুক দাবাং ছবির সলমন খানকে মনে করাতেই পারে! ছবি- নিজস্ব
9
9
দু'জনের অন-ক্যামেরা রসায়ন যে জমে ক্ষীর এই হাড়কাঁপানো শীতের দিনে সেটা বলার অপেক্ষা রাখে না। ওই একেবারে পিকচার পারফেক্ট বলে যাকে!(মডেল রূপসা মুখার্জী, শুভ্রজিৎ মিত্র, পোশাক ও স্টাইলিং চান্দ্রী মুখার্জী, মেকআপ ও হেয়ার নাহিদ অ্যান্ড টিম ছবি ও ভিডিও সায়ন্তন দত্ত, ভাবনা ও প্রয়োগ শ্যামশ্রী সাহা, লোকেশন ও ফুড পার্টনার ক্লাব এরিজ স্কাইবার ও কিচেন, শুট কো-অর্ডিনেটর গ্রিন এন্টারটেইনমেন্ট) ছবি- নিজস্ব