আজকাল ওয়েবডেস্ক: অনলাইন বেটিং বা ইন্টারনেটে জুয়া খেলার নেশায় প্রাণ গেল এক ১৮ বছরের তরুণের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সঙ্গারেডি জেলায়। মৃত যুবকের নাম বিক্রম। পুলিশ জানিয়েছে, একটি অনলাইন অ্যাপে বাজি ধরে প্রায় ১ লক্ষ টাকা খুইয়েছে সে। সেই ধাক্কা সামলাতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেয় যুবক।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে মোবাইলে জুয়া খেলার নেশায় আসক্ত হয়ে পড়েছিল বিক্রম। বড়লোক হওয়ার আশায় পরিবারের থেকে টাকা নিয়ে এবং ধারদেনা করে প্রায় ১ লক্ষ টাকা বাজি ধরে সে। কিন্তু সব টাকাই হেরে যায়। সেই বিপুল ঋণের বোঝা ও লোকলজ্জার ভয়ে গত বৃহস্পতিবার বিষ খায় বিক্রম। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
তেলেঙ্গানায় এই ঘটনা নতুন নয়। গত মাসেই সন্দীপ নামে এক পুলিশ কনস্টেবল জুয়ায় টাকা হেরে আত্মহত্যা করেন। চলতি বছরের গোড়ার দিকে অখিল নামে আরও এক যুবক দেনার দায়ে প্রাণ হারান। তেলেঙ্গানা সাইবার সিকিউরিটি ব্যুরোর তথ্য বলছে, গত বছরের তুলনায় এ বছর এই সংক্রান্ত অভিযোগের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। শুধু এই বছরেই অনলাইন জুয়ায় রাজ্যের মানুষ প্রায় সাড়ে ৯ কোটি টাকা খুইয়েছেন। মৃত বা সর্বস্বান্ত হওয়া ব্যক্তিদের বেশিরভাগেরই বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
এই সর্বনাশা নেশা রুখতে কড়া পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। আন্তর্জাতিক এই অপরাধ চক্র ধরতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। কেন্দ্র সরকারও নতুন আইনে এই ধরনের বেটিং চক্র চালানোকে বড় অপরাধ হিসেবে গণ্য করেছে, যার সাজা ৭ বছর পর্যন্ত জেল।
বিশেষজ্ঞদের মতে, চটকদার বিজ্ঞাপন আর সহজে টাকা জেতার টোপ দিয়ে তরুণ প্রজন্মকে এই ফাঁদে ফেলছে অ্যাপগুলি। একবার টাকা হারলে তা উদ্ধারের নেশায় মানুষ আরও বেশি দেনার জালে জড়িয়ে পড়ছে, যার শেষ পরিণতি হচ্ছে মৃত্যু।
