সইফের উপর হামলা থেকে দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবি! ২০২৫-এ বলিউডকে নাড়িয়ে দিল কোন কোন ঘটনা
নিজস্ব সংবাদদাতা
২৬ ডিসেম্বর ২০২৫ ১৭ : ১৫
শেয়ার করুন
1
11
প্রতিবারের মতো এই বছরও বলিউডে পর্দার চেয়ে পর্দার বাইরের নাটকই ছিল বেশি চর্চায়। আইনি লড়াই, ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আতঙ্ক, সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক এবং সাংস্কৃতিক মতভেদ, সব মিলিয়ে বছরজুড়ে উত্তাল ছিল হিন্দি ছবির জগৎ। প্রথম সারির তারকা থেকে শুরু করে নতুন মুখ, কেউই বিতর্কের বাইরে থাকেননি। বক্স অফিসের সাফল্য বা পুরস্কারের ঝলক ছাপিয়ে যে সব ঘটনা গোটা বছর জুড়ে আলোচনার কেন্দ্রে ছিল, সেগুলি এক নজরে দেখে নেওয়া যাক।
2
11
১৬ জানুয়ারি বান্দ্রায় সইফ আলি খানের বাড়িতে চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, চুরির উদ্দেশ্যে অভিযুক্ত শেহজাদ অভিনেতার বাড়িতে ঢুকে পড়ে। হামলায় সইফ গুরুতর জখম হন। তাঁর মেরুদণ্ড-সহ শরীরের একাধিক অংশে আঘাত লাগে। তাঁকে দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে পাঁচ দিন চিকিৎসার পর ২১ জানুয়ারি ছাড়া পান। এই ঘটনা গোটা ইন্ডাস্ট্রিকে স্তম্ভিত করে এবং তারকাদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।
3
11
পারিশ্রমিকে বৈষম্য, পর্দায় নারীদের উপস্থাপন ও স্বজনপোষণের বিতর্কের পাশাপাশি ২০২৫ সালে নতুন করে আলোচনায় আসে আট ঘণ্টার কাজের দাবি। সদ্য মা হওয়া দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলের মতো বড় প্রকল্প থেকে সরে দাঁড়ানো থেকেই এই বিতর্কের সূত্রপাত। খবর অনুযায়ী, আট ঘণ্টার কাজের দাবি এবং সৃজনশীল মতবিরোধ থেকেই এই সিদ্ধান্ত। এর পরেই বলিউডে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য এবং পেশাগত নৈতিকতা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়।
4
11
বহুল প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’ ছবিতে পরেশ রাওয়ালের প্রস্থান ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। ছবির শুটিং শুরু হওয়ার পরই তাঁর সরে দাঁড়ানোর ঘোষণায় ভক্তদের মধ্যে ক্ষোভ দেখা যায়। এমনকি অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা তাঁর বিরুদ্ধে আইনি নোটিসও পাঠায়।
5
11
ম্যাডক ফিল্মস প্রযোজিত রোমান্টিক কমেডি ‘ভুল চুক মাফ’ প্রেক্ষাগৃহের বদলে সরাসরি ওটিটিতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আইনি জটিলতায় জড়িয়ে পড়ে। পিভিআর আইনক্সের সঙ্গে একচেটিয়া প্রদর্শনের চুক্তি ভঙ্গের অভিযোগে বিষয়টি পৌঁছয় বম্বে হাই কোর্টে।
6
11
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ‘সর্দার জি ৩’ ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে কাস্ট করায় প্রবল সমালোচনার মুখে পড়েন দিলজিৎ দোসাঞ্জ। সোশ্যাল মিডিয়া, চলচ্চিত্র মহল এবং এফডব্লিউাইসিই-এর তরফে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। চাপের মুখে নির্মাতারা ঘোষণা করেন, ছবিটি ভারতে মুক্তি পাবে না। তবুও দিলজিৎ বিদেশে মুক্তির জন্য সোশ্যাল মিডিয়ায় ছবির প্রচার চালিয়ে যান।
7
11
চলতি বছরে ১২ জুন ৫৩ বছর বয়সে প্রয়াত হন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। ২০০৩ থেকে ২০১৬ পর্যন্ত তাঁদের দাম্পত্য ছিল এবং তাঁদের দুই সন্তান রয়েছে। পরে সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সচদেব কাপুরকে। সঞ্জয়ের মৃত্যুর পর তাঁর সম্পত্তি নিয়ে করিশ্মার সন্তান ও সৎমা প্রিয়ার মধ্যে আইনি বিরোধ শুরু হয়, যা এখনও আদালতে বিচারাধীন।
8
11
চলতি বছরে গোবিন্দা ও সুনীতা আহুজার দাম্পত্য জীবনও শিরোনামে উঠে আসে। বছরের শুরুতে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও তা দ্রুত অস্বীকার করা হয়। তবে পরবর্তী সময়ে সুনীতা বিভিন্ন সাক্ষাৎকারে স্বামীর পরকীয়ার ইঙ্গিতও দিয়েছেন। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, তাঁরা আলাদা থাকেন।
9
11
ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধনা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে ২৪ নভেম্বর হওয়ার কথা থাকলেও, স্মৃতির বাবার অসুস্থতার কারণে তা স্থগিত রাখা হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয় কিছু কথোপকথন, যেখানে অভিযোগ ওঠে, স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকা সত্ত্বেও পলাশ অন্য সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছিলেন। এরপর নানা জল্পনার মধ্যে ডিসেম্বরের শুরুতে দু’জনেই বিয়ে বাতিলের কথা নিশ্চিত করেন।
10
11
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ভারতীয় নাগরিকরা নিহত হওয়ার পর ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ি ও সরকারি সংস্থাগুলি পাকিস্তানি শিল্পীদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে ফাওয়াদ খানের ছবি ‘আবির গুলাল’ ভারতে নিষিদ্ধ হয়। ৯ মে মুক্তির কথা থাকলেও ছবিটি আর মুক্তি পায়নি। ন’বছর পর বলিউডে ফাওয়াদের প্রত্যাবর্তন নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা ভেস্তে যায়। তাঁর সহ-অভিনেত্রী বাণী কাপুরকেও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।
11
11
আরিয়ান খানের পরিচালনায় নেটফ্লিক্স সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ মুক্তির আগেই আইনি সমস্যায় পড়ে। প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে অভিযোগ করেন, সিরিজের একটি চরিত্র তাঁকে অবমাননাকরভাবে উপস্থাপন করেছে।