সংবাদসংস্থা মুম্বই: বলিউডের এভারগ্রীন তারকা তিনি। আট থেকে আশি সবাই তাঁর প্রেমে মগ্ন। তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের অন‍্যতম সেরা অভিনেত্রী রেখা। আজও অভিনেত্রীর সৌন্দর্য আর গ্ল‍্যামারে মুগ্ধ তাঁর অগুণতি ভক্ত। জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন রেখা। সিনেমার ট্র্যাজেডির থেকে কোনও অংশে কম নয় তাঁর জীবন।

খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা দেন রেখা। তবে অভিনেত্রী হতে কোনওদিনই চাননি তিনি। এর আগে মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া বহু সাক্ষাৎকারে পেশায় একজন বিমান সেবিকা হতে চেয়েছিলেন তিনি। সারা বিশ্ব ভ্রমণের সখ ছিল তাঁর। কিন্তু ভাগ্য তাঁর সাধ দেয়নি৷ তবে বিমান সেবিকা না হয়েও অভিনেত্রী হওয়ার পরে সারা বিশ্ব ভ্রমণ করে নিজের সখ পূরণ করেন রেখা।
অভিনেত্রী মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি যখন খুব ছোট ছিলেন তখন তাঁর বাবা, তাঁর মাকে ছেড়ে চলে যান এবং তাঁর মা -বোনদেরও দায়িত্ব নেননি৷ এমন পরিস্থিতিতে রেখা পরিবারের দায়িত্ব এসে পড়ে তাঁর উপর। সেই থেকে অভিনয় জগতে নিজের জায়গা গড়ে তোলার প্রচেষ্টা। অবশেষে দর্শকদের স্বপ্নের সুন্দরী হয়ে ওঠা, সবটা জুড়ে রেখার মাধুর্য।

তাঁর অভিনয় দক্ষতা থেকে বুদ্ধিমত্তার প্রেমে পড়েছেন বলিউডের অন্যতম কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। মুকেশ এক সাক্ষাৎকারে মুম্বই সংবাদ সংস্থাকে বলেন, যদি কখনও সৌভাগ্য হয় তাহলে তিনি রেখার সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। অভিনেত্রীর বুদ্ধিমত্তা, তাঁর সৌন্দর্য, তাঁর অভিনয় দক্ষতা, সবকিছু থেকেই অনেক কিছু শেখার রয়েছে, তাই তিনি কিছুটা সময় চেয়ে নেবেন রেখার থেকে।