আজকাল ওয়েবডেস্ক:‌ ফের শীতলখুচি। কোচবিহারের শীতলখুচিতে ফের চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে কেউ বা কারা শীতলখুচি ব্লকের লালবাজারের পঞ্চায়েত প্রধান অনিমেষ রায়কে গুলি করে পালায়। তাঁর হাঁটুর উপরে গুলি লাগে। হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত প্রধান, তবে অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে লালবাজার চৌপতিতে সাংগঠনিক মিটিং সেরে বাড়ি ফিরছিলেন অনিমেষ রায়। তখনই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শীতলখুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে শীতলখুচি থানার পুলিশ। এদিকে, তৃণমূলের অভিযোগ এই ঘটনায় হাত রয়েছে বিজেপির। যদিও বিজেপি তা অস্বীকার করেছে। প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় শীতলখুচিতে গুলি চলেছিল। ভোটের দিন শীতলখুচির ১২৬ নম্বর বুথের বাইরে গুলিতে মৃত্যু হয় চার জন গ্রামবাসীর। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল।