বিয়েতে বাঙালি সাজে দেখা গেলেও রিসেপশনে সম্পূর্ণ আলাদা লুকে হাজির আদৃত রায়-কৌশাম্বী চক্রবর্তী। দু’জনকেই দেখা গেল সাদা রংয়ের পোশাকে। রিসেপশনের সন্ধ্যায় আদৃত-কৌশাম্বীর বিশেষ লুক এল প্রকাশ্যে। 

গায়ে হলুদ থেকে বিয়ে বা রিসেপশন- প্রত্যেকটা অনুষ্ঠানেই বর ও কনেকে রংমিলন্তি পোশাকে দেখা গেল। যদিও বিয়ের ছবি বা ভিডিও খুব একটা প্রকাশ্যে আনেননি নবদম্পতি। প্রথম থেকেই প্রেম বা বিয়ের কথা গোপনে রেখেছিলেন তাঁরা। বিয়ের মাত্র কয়েকদিন আগে প্রকাশ্যে আসে তাঁদের বিয়ের তারিখ। যদিও তার বেশি কিছু কখনই বলতে চাননি তাঁরা। তবে এদিন তাঁদের রিসেপশনের লুকের জন্য অপেক্ষা করেছিলেন অনেকেই। অবশেষে তা প্রকাশ্যে এল। সম্ভবত রিসেপশনের ড্রেস কোড সাদা। কারণ আদৃত-কৌশাম্বী দুজনকেই দেখা গেল সাদা রংয়ের পোশাকে। 



আদৃত পড়েছেন সাদা রংয়ের শেরওয়ানি। কৌশাম্বী সাদা রংয়ের লেহঙ্গা। পোশাক, গয়নার পাশাপাশি রিসেপশনের স্পেশাল কেকের রংও সাদা। বিয়ের দিন মিঠাই এবং ফুলকি পরিবারের প্রায় সকলকেই দেখা গিয়েছিল। রিসেপশনের অনুষ্ঠানে কারা কারা এসেছেন তা এখনও জানা যায়নি। অভিনেত্রী তৃণা সাহাকে দেখা গিয়েছে সাদা রংয়ের পোশাকে। এদিন সকালে আদৃতের প্রথম নায়িকা, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি সোশ্যাল মিডিয়ায় বিয়ের শুভেচ্ছাবার্তা পাঠান। এই বিয়ে নিয়ে দুই বাংলার মানুষের উৎসাহ ছিল প্রথম দিন থেকেই বেশি। রিসেপশনের পর বেশ কয়েক দিনের ছুটিতে থাকছেন কৌশাম্বী। ধারাবাহিক দেখানো হবে সেই ভাবে। সম্ভবত হানিমুন সেরে শুটিং শুরু করবেন দু’জনেই।