আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। বিয়ের দিন পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২৫ বছরের এক যুবকের। সেদিন তাঁরই বিয়ে ছিল। বরের সাজে বিয়ে করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরের আরও ৩ আত্মীয়। তার মধ্যে ৭ বছরের এক নাবালক রয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ঝাঁসিতে। পাত্রীর বাড়ির ঠিক ১০ কিলোমিটার আগে দুর্ঘটনাটি ঘটে। বরযাত্রীরা গাড়িতে করে যাচ্ছিলেন। আচমকা বরের গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এরপরই গাড়িতে আগুন ধরে যায়। বন্ধ গাড়ির মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৪ জন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল। আগুন নেভানোর পর মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।