আজকাল ওয়েবডেস্ক : ছত্তিশগড়ে বেজেছে ভোটের দামামা। জিততে মরিয়া শাসক থেকে শুরু বিরেধী সকলেই। রবিবার জৈন সম্প্রদায়ের জনপ্রিয় তীর্থস্থান দোনাগড়গড়ায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি জৈন গুরু আচার্য বিদ্যাসাগর মহারাজের সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নিলেন। নিজের এক্স হ্যান্ডেলে দিলেন সেই ছবিও। এরপর তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, বিদ্যাসাগর মহারাজের সঙ্গে দেখা করে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। প্রসঙ্গত, ছত্তিশগড়ে প্রথম দফায় ২০টি আসনে নির্বাচন হবে ৭ নভেম্বর মঙ্গলবার। ওই ২০ আসনের মধ্যে ১২টি আসনই মাওবাদী উপদ্রুত বস্তার ডিভিশনের অন্তর্ভুক্ত। ১৭ নভেম্বর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৭০ আসনে। ফল ঘোষণা ৩ ডিসেম্বর। এরপর প্রধানমন্ত্রী দোনাগড়ে একটি নির্বাচনী সভায় যোগদান করেন।
