আজকাল ওয়েবডেস্ক: বৈশাখ মাস পড়তে না পড়তেই টলিউডে একের পর এক বিয়ের সানাই। রেজিস্ট্রি করে জীবনে নতুন অধ্যায় শুরু করলেন ছোটপর্দা ও বড়পর্দার অভিনেত্রী পূজা গঙ্গোপাধ্যায়। পরের বছর ফেব্রুয়ারি মাসে সামাজিকভাবে বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী।
জি বাংলার "জীবন সাথী" ধারাবাহিক সহ একাধিক কাজ করেছেন পূজা। কিছুদিন পর মুক্তি পাবে তাঁর নতুন ছবি। প্রথমবার যে বাংলা ছবি পুরোটাই পোল্যান্ডে শুটিং হয়েছে। আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায়। আপাতত ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। অভিনেতা ঋদ্ধিবান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক দিনের বন্ধুত্ব থাকলেও প্রেম পর্ব শুরু হয়েছে কিছুদিন আগে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় "টেক্কা" ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন ঋদ্ধিবান। এছাড়াও তাঁর আরও কিছু কাজ মুক্তির অপেক্ষায়। পূজার কথায়, ""ঋদ্ধিবান প্রপোজ করার পরই আমি বলেছিলাম বিয়ের সিদ্ধান্ত নিলে তবেই এগোবো। এবং আমিই প্রথম মেয়ে যে ঋদ্ধিবানের বাড়ি যাই। তাই আমায় দেখে ওর মা-বাবা বুঝেছিলেন যে ঋদ্ধিবান এই সম্পর্কটা নিয়ে অত্যন্ত সিরিয়াস। তাই দুই পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে রেজিস্ট্রি করে ফেললাম। পরের বছর ফেব্রুয়ারি মাসে সামাজিক বিয়ে করবো। " এদিন রেজিস্ট্রি করার পর মালাবদল করে হাসিমুখে দেখা গেল নবদম্পতিকে। এই বিশেষ দিনে বন্ধুর পাশে হাজির ছিলেন অভিনেত্রী মিষ্টি সিং। হাতে আর মাত্র কয়েকটা মাস, তাই বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে। কাজের পাশাপাশি জীবনের নতুন অধ্যায় নিয়ে অত্যন্ত এক্সাইটেড পূজা গঙ্গোপাধ্যায়।
জি বাংলার "জীবন সাথী" ধারাবাহিক সহ একাধিক কাজ করেছেন পূজা। কিছুদিন পর মুক্তি পাবে তাঁর নতুন ছবি। প্রথমবার যে বাংলা ছবি পুরোটাই পোল্যান্ডে শুটিং হয়েছে। আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায়। আপাতত ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। অভিনেতা ঋদ্ধিবান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক দিনের বন্ধুত্ব থাকলেও প্রেম পর্ব শুরু হয়েছে কিছুদিন আগে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় "টেক্কা" ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন ঋদ্ধিবান। এছাড়াও তাঁর আরও কিছু কাজ মুক্তির অপেক্ষায়। পূজার কথায়, ""ঋদ্ধিবান প্রপোজ করার পরই আমি বলেছিলাম বিয়ের সিদ্ধান্ত নিলে তবেই এগোবো। এবং আমিই প্রথম মেয়ে যে ঋদ্ধিবানের বাড়ি যাই। তাই আমায় দেখে ওর মা-বাবা বুঝেছিলেন যে ঋদ্ধিবান এই সম্পর্কটা নিয়ে অত্যন্ত সিরিয়াস। তাই দুই পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে রেজিস্ট্রি করে ফেললাম। পরের বছর ফেব্রুয়ারি মাসে সামাজিক বিয়ে করবো। " এদিন রেজিস্ট্রি করার পর মালাবদল করে হাসিমুখে দেখা গেল নবদম্পতিকে। এই বিশেষ দিনে বন্ধুর পাশে হাজির ছিলেন অভিনেত্রী মিষ্টি সিং। হাতে আর মাত্র কয়েকটা মাস, তাই বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে। কাজের পাশাপাশি জীবনের নতুন অধ্যায় নিয়ে অত্যন্ত এক্সাইটেড পূজা গঙ্গোপাধ্যায়।
