দুই প্রার্থীকে দেওয়া প্রধানমন্ত্রীর চিঠির কথা স্বীকার করেছে বিজেপি সূত্র। তার মধ্যে একটি চিঠি দেওয়া হয়েছে তামিলনাড়ুর রাজ্য সভাপতি এবং কোয়েম্বাটুরের প্রার্থী কে আন্নামালাইকে লেখা এবং অপরটি দলের প্রধান মুখপাত্র ও পাউরি গাড়োয়ালের প্রার্থী অনিল বালুনিকে লেখা। প্রথম দফার ভোটের আগে তাঁর পাঠানো বার্তা সমস্ত ভোটারকে জানানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এনডিএ প্রার্থীদের পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, ‘গত ১০ বছরে সমাজের সমস্ত শ্রেণির মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে। অনেক সমস্যা দূর করা সম্ভব হয়েছে। তারপরেও এখনও অনেক কাজ বাকি রয়েছে।’ তাঁর বক্তব্য, ‘বর্তমানের সঙ্গে উজ্জ্বল ভবিষ্যতের মেলবন্ধন ঘটানোর সুযোগ হল নির্বাচন। বিজেপির ঝুলিতে আসা প্রতিটি ভোট একটি শক্তিশালী ও স্থায়ী সরকার গঠনের সহায়ক হবে এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার কাজে গতি আনবে।’ দুপুরের তীব্র দাবদাহ শুরুর আগে অর্থাৎ সকালের দিকেই ভোটারদের নিজেদের কেন্দ্রে ভোটদানের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
