বাংলা ছবির পাশে থাকতে বিনোদন দুনিয়ার মানুষদের কসুর নেই। কেউ গোয়েন্দা গল্প আনছেন। কেউ গা ছমছমে রহস্য। কেউ সম্পর্কের বুনোটে গল্প বাঁধছেন। তো কেউ সাংসারিক ছবি আঁকছেন। এই দলে অভিমন্যু মুখোপাধ্যায় আর তাঁর ছবি ‘কীর্তন’। ছবিতে উত্তর কলকাতার টিপিক্যাল মধ্যবিত্ত পরিবারের ছবি ক্যামেরাবন্দি করেছিলেন অভিমন্যু। নতুন জুটি গৌরব চট্টোপাধ্যায়-অরুণিমা ঘোষকে উপহার দিয়েছিলেন। আর ছিলেন পরান বন্দ্যোপাধ্যায়। ত্রয়ীর রসায়ন জমজমাট। ছবি দর্শকদের পছন্দ হয়েছিল। তখনই তাঁরা ছবির সিক্যুয়েলের অনুরোধ জানিয়েছিলেন। প্রযোজনায় ক্যামেলিয়াও এরকম যে হতে পারে তার আভাস দিয়েছিল।

সোমবার টলিপাড়ায় জোর গুঞ্জন, সেই ছবিরই সিক্যুয়েল নাকি আসছে। সব ঠিক থাকলে ২১ মে ফ্লোরে যাচ্ছে প্রযোজক নীলরতন দত্তের ছবিটি। সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। তাঁর সাফ জবাব, যা জানাবার প্রযোজক জানাবেন। আমার এখন কিচ্ছু বলার নেই। এদিকে প্রযোজনা পক্ষ থেকেও মুখে কুলুপ। ফলে, তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। এবারেও কি গৌরব-অরুণিমার সংসারের গল্পই বলবেন পরিচালক? নাকি অন্য কিছু! নায়ক-নায়িকা কি একই থাকবে? শহরের কোন প্রান্তের গল্প ছবিতে উঠে আসবে? উত্তর-দক্ষিণ না মধ্য?

জবাব ২১ মে-তেই মিলবে। এদিন ফোনে পাওয়া যায়নি অরুণিমাকেও। তবে তিনি আগের ছবিতে চুটিয়ে অভিনয় করেছিলেন। সেই সময় সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একদম অন্য ধারার চরিত্র। খুব চেনা মধ্যবিত্ত গৃহবধূ। দরকারে গলা তুলে শ্বশুরমশাইয়ের সঙ্গে ঝগড়া করে। এরকম চরিত্র এর আগে তাঁকে কেউ দেয়নি। তখনই জানিয়েছিলেন, ‘কীর্তন ২’ হলে অভিমন্যুর কাছে আবদার করবেন, যেন তাঁকেই নেওয়া হয়।